‘ক্ষমতালোভীরা চব্বিশের বিপ্লব লুট করার চেষ্টা করছে’

‘ক্ষমতালোভীরা চব্বিশের বিপ্লব লুট করার চেষ্টা করছে’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, ১৯৭১ সালের পর একটি দল ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। নতুন ক্ষমতা লোভীরা চব্বিশের বিপ্লবও লুট করার চেষ্টা করছে, আপনারা জানেন তারা কারা। তারা জনতা যা চায় সেই দিক না দেখে ক্ষমতার দিকে মনোনিবেশ করেছে। অথচ চব্বিশের বিপ্লবের মহানায়ক সাধারণ ছাত্র-জনতা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, ১৯৭১ সালের পর একটি দল ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। নতুন ক্ষমতা লোভীরা চব্বিশের বিপ্লবও লুট করার চেষ্টা করছে, আপনারা জানেন তারা কারা। তারা জনতা যা চায় সেই দিক না দেখে ক্ষমতার দিকে মনোনিবেশ করেছে। অথচ চব্বিশের বিপ্লবের মহানায়ক সাধারণ ছাত্র-জনতা। 

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখা আয়োজিত ছাত্র-নাগরিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

মাহিন সরকার বলেন, আমার লক্ষ্য জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। কিন্তু যারা ক্ষমতালোভী তারা আমাদের এই সুশীল কথা শুনবে না। তারা এই সুশীলতাকে গুনবেই না। আমরা যখন ৫ তারিখের পরে ভাবলাম রাষ্ট্র পুনর্গঠন করা দরকার, নতুন করে ঢেলে সাজানো দরকার। তখনই ক্ষমতালোভীরা বলা শুরু করল কালকেই নির্বাচন দেন, তিন মাসের ভেতর নির্বাচন দেন। কিন্তু ১৬ বছর এরা কই ছিল, সাধারণ ছাত্র-নাগরিকের কাঁধে চড়ে এরা এখন ক্ষমতায় বসতে চায়। 

তিনি বলেন, আজকের এই সমাবেশের আয়োজন করেছে নাটোরের ছাত্র সমাজ। আমরা শুধু এসেছি মাত্র। এর সকল কৃতিত্ব আপনাদেরই। অথচ এই আয়োজন বানচাল করার জন্য এখানে হামলা করা হলো। কারা করেছে, আপনারা সবাই জানেন। বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল হুমকি দিয়েছে আমার ভাইদের। স্পষ্টভাবে বলে দিতে চাই নাটোরের ছাত্র-সমাজ এসব হুমকিকে ভয় পায় না। ক্ষমতালোভীদের ছাত্র সমাজ ভয় পায় না। শেখ হাসিনা ক্ষমতালোভী ছিল, তাকেও কিন্তু ভয় না পেয়ে বিতাড়িত করেছে ছাত্র-জনতা।

সভায় বিভাগীয় ছাত্র-জনতা মৈত্রীর রাজশাহী জোনের সদস্য ও কেন্দ্রীয় সমন্বয়ক ইফতেখার আলম আসাদ বলেন, সবাইকে চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু ফেসবুক, টিকটক নয়, সবাইকে রাজনৈতিক সচেতন হতে হবে। মুরুব্বিদের বলতে চাই আপনাদের সন্তানদের পাশে থাকবেন। 

সমন্বয়ক ফয়সাল আহমেদ বলেন, আমরা সবাই মিলে নাটোরকে আধুনিক নাটোর গড়ব। এজন্য নাটোরের ছাত্রসমাজ রাজপথেই থাকবে। কোনো নতুন স্বৈরাচারকে মাথাচাড়া দিতে দেওয়া যাবে না।

এ সময় সমন্বয়ক আল রাকিব, ফাতিন মাহদি, সাইফুল ইসলাম, কুররাতুল আইন কানিজ, সাধারণ সভা আয়োজকদের অন্যতম সদস্য তৌফিক নিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন। 

 এর আগে দুপুরে সাড়ে ১২ টার দিকে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে ছাত্র আন্দোলনে নাটোরে নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর আলোচনা শুরু হলে কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেই সভা চলতেই দুপুর ২টার দিকে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে তৈরি মঞ্চ ভাঙচুর করে দুর্বৃত্তরা। বিকেল ৩টায় এই মঞ্চে সভা হওয়ার কথা ছিল। পরে বিকেল ৪টায় শুরু হয়। 

গোলাম রাব্বানী/আরএআর

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *