ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা দেশের হয়ে টেস্ট খেলার চেয়ে টি-টোয়েন্টি লিগে খেলতে বেশি আগ্রহী—এমন অভিযোগ বহু পুরোনো। বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্জাইজি লিগে প্রতিনিধিত্ব করতে দেখা যায় ক্যারিবীয় ক্রিকেটারদের। এমন প্রবণতার কারণ জানালেন আন্দ্রে রাসেল। তার মতে, শুধু অর্থের প্রলোভন নয়, ইচ্ছার অভাবই টেস্ট না খেলার আসল কারণ।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা দেশের হয়ে টেস্ট খেলার চেয়ে টি-টোয়েন্টি লিগে খেলতে বেশি আগ্রহী—এমন অভিযোগ বহু পুরোনো। বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্জাইজি লিগে প্রতিনিধিত্ব করতে দেখা যায় ক্যারিবীয় ক্রিকেটারদের। এমন প্রবণতার কারণ জানালেন আন্দ্রে রাসেল। তার মতে, শুধু অর্থের প্রলোভন নয়, ইচ্ছার অভাবই টেস্ট না খেলার আসল কারণ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিয়মিত খেলার সময় বোর্ডের সঙ্গে মতপার্থক্যের কারণে জাতীয় দল থেকে সরে দাঁড়ান রাসেলসহ অন্য অনেক তারকা। তবে এখন ক্রিকেটারদের সঙ্গে উইন্ডিজ বোর্ডের তেমন সমস্যা নেই। তবুও তারা টেস্ট খেলতে অনাগ্রহী কেন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাসেল বলেন, ‘আমার মনে হয় না কেউ শুধু অর্থের লোভে খেলছে। অর্থ কোনো সমস্যাই নয়। যেভাবে গোটা বিশ্বে টি-টোয়েন্টি লিগ ছড়িয়ে পড়েছে, তাতে আমার মনে হয় তরুণ ক্রিকেটাররা টেস্ট খেলার প্রতি আগ্রহ হারিয়েছে।’
টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক ফর্ম দেখেও অনেকে ইচ্ছা হারাচ্ছেন বলে মনে করেন রাসেল। তার কথায়, ‘দেশের বাইরে কোনো ক্রিকেটার বেশি রোজগার করলে সে সেই সুযোগটা নিতেই চাইবে। প্রত্যেকে বড় মঞ্চে খেলতে চায়। যদি টেস্ট ক্রিকেটকে বড় মঞ্চে তুলে ধরতে পারেন, তাহলে ওরা নিশ্চয়ই খুশি মনে টেস্ট খেলবে। শুধু অর্থই এর পেছনে জড়িয়ে, এটা কোনো ভাবেই মানতে পারছি না।’
সম্প্রতি ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ০-৩ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এখন তারা দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলছে।
এফআই