কুয়াকাটার সৌন্দর্য রক্ষায় চলছে উচ্ছেদ অভিযান

কুয়াকাটার সৌন্দর্য রক্ষায় চলছে উচ্ছেদ অভিযান

পটুয়াখালীর কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পৌরভবন পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টায় শুরু হয় এই অভিযান এবং চলবে টানা দুই দিন।

পটুয়াখালীর কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পৌরভবন পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টায় শুরু হয় এই অভিযান এবং চলবে টানা দুই দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তার সঙ্গে উপস্থিত রয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. কৌশিক আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনী কুয়াকাটা ইউনিট, মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

এর আগে গত তিন দিন যাবৎ মাইকিং করে পাউবো। তাদেরকে কুয়াকাটা বীজ ম্যানেজমেন্ট কমিটির দেওয়া নির্ধারিত জায়গায় স্থানান্তরের জন্য বারবার অনুরোধ করা হলে অনেকে সরিয়ে নেয়, তবে যারা সরিয়ে নেয়নি তাদের গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতকে সৌন্দর্যমণ্ডিত করতে এবং রাস পূর্ণিমাকে সামনে রেখে অবৈধ স্থাপনাগুলোকে সরিয়ে নিতে উপজেলা প্রশাসনের সঙ্গে আমরা সার্বিক সহযোগিতা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, আমরা মোট পাঁচ শতাধিকের বেশি অবৈধ দখলদারকে যথাযথ আইনগত প্রক্রিয়ায় নির্ধারিত স্থানে স্থানান্তরিত হওয়ার জন্য বলেছি। তবে নির্দিষ্ট সময় পরও অনেকে স্থাপনা সরিয়ে নেয়নি। সেজন্য আমরা জেলা প্রশাসকের মাধ্যমে যথাযথ আইনগত প্রক্রিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ করা হচ্ছে। আমাদের এ প্রক্রিয়া চলমান রয়েছে। কুয়াকাটা জিরো পয়েন্টকে কেন্দ্র করে নান্দনিকতা ফিরিয়ে আনতে কুয়াকাটার সকল সরকারি সম্পত্তিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এসএম আলমাস/এমজেইউ 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *