বৈষম্যবিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে কুমিল্লার ইলিয়টগঞ্জ পুরনো পুলিশ ফাঁড়ি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় এরশাদ মিয়া নামের এক হাইওয়ে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৈষম্যবিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে কুমিল্লার ইলিয়টগঞ্জ পুরনো পুলিশ ফাঁড়ি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় এরশাদ মিয়া নামের এক হাইওয়ে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৪ আগস্ট) কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আগুন দিয়ে ওই পুলিশ কনস্টেবলকে হত্যা করা হয়। নিহত এরশাদ মিয়া ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রোববার দুপুরে দাউদকান্দির গোমতা এলাকার ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ থানা অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় পুলিশের বেশ কয়েকজন সদস্য ছাদে গিয়ে আশ্রয় নেন। তখন বিক্ষোভকারীরা হাইওয়ে থানায় আগুন ধরিয়ে দেয়। এ সময় এরশাদ মিয়া নামের হাইওয়ে পুলিশের ওই কনস্টেবলকে পিটিয়ে আহত করা হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক ঢাকা পোস্টকে বলেন, আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। তবে হাইওয়ে থানা এখনো পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম ঢাকা পোস্টকে বলেন, জেলা পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। তবে অগ্নিসংযোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আরিফ আজগর/এএমকে