কারাগারে আটক থাকা আরও ৩৬ শিক্ষার্থীর জামিন

কারাগারে আটক থাকা আরও ৩৬ শিক্ষার্থীর জামিন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকা মহানগরে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার ৩৬ শিক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে।

শনিবার (৩ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পৃথক আদেশে বিভিন্ন থানার মামলায় তাদের জামিন মঞ্জুর করেন।

সিএমএম আদালত থেকে রাজধানীর নিউমার্কেট থানায় গ্রেপ্তার চারজন, মিরপুর থানার পাঁচজন, হাতিরঝিল থানার তিনজন, তেজগাঁও থানার একজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার দুইজন, লালবাগ থানার একজন ও বনানী থানার একজনসহ অন্যান্য থানায় গ্রেপ্তার আরও ১৯ জনকে জামিন দেওয়া হয়েছে।

এদের মধ্যে বনানী থানার সেতু ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোহেলকে জামিন দেওয়া হয়। অন্যরা ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কয়েকজন এইচএসসি পরীক্ষার্থীও রয়েছে বলে জানা গেছে।

সরকারের তত্ত্বাবধানে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শনিবারও বিশেষ আবেদন শুনানির জন্য আদালতকে দায়িত্ব দেওয়া হয়। বিকেলে শুনানি শেষে পৃথক পৃথকভাবে এদের জামিন দেওয়া হয়।

এর আগে গত শুক্রবার ঢাকায় গ্রেপ্তার ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়। তারও আগে বৃহস্পতিবার রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ও এইচএসসি পরীক্ষার্থীদের জামিনের সহায়তা করার জন্য আইনজীবী নিয়োগ দেয়। ওইদিন তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে ঢাকার আদালত জামিন দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে। এমন সিদ্ধান্তের পর গত দুইদিন বিশেষ ব্যবস্থায় জামিনের আবেদন করা হয়।

এনআর/এসকেডি

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *