কানাডায় নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্ম জয়ন্তী উদযাপিত 

কানাডায় নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্ম জয়ন্তী উদযাপিত 

কানাডিয়ান বাংলা থিয়েটার এ্যলায়ে‌ন্সের উদ্যো‌গে টর‌ন্টোর টিএফএফ (টর‌ন্টো ফিল্ম ফোরাম) এর ৩০০০, ড্যান‌ফোর্থ এভেন্যু মিলনায়তনে উদযাপিত হয়েছে বাংলা নাট্যের বরপুত্র নাট্যাচার্য সেলিম আল দীন এর ৭৫তম জন্ম জয়ন্তী। 

কানাডিয়ান বাংলা থিয়েটার এ্যলায়ে‌ন্সের উদ্যো‌গে টর‌ন্টোর টিএফএফ (টর‌ন্টো ফিল্ম ফোরাম) এর ৩০০০, ড্যান‌ফোর্থ এভেন্যু মিলনায়তনে উদযাপিত হয়েছে বাংলা নাট্যের বরপুত্র নাট্যাচার্য সেলিম আল দীন এর ৭৫তম জন্ম জয়ন্তী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টরন্টো’র জ্যেষ্ঠ নাট্যজন, বাংলাদেশ থিয়েটার টরন্টো এর প্রধান ‌মোহাম্মদ হা‌বিবুল্লাহ দুলাল। সূচনা বক্ত‌ব্যে নাট্যজন সে‌লিম চৌধুরী নাট্যাচার্য সে‌লিম আল দীন এর সংক্ষিপ্ত বর্ণাঢ্য জীবনী উপস্থাপন করেন। 

পরবর্তী‌তে বি‌ভিন্ন নাট্যদ‌লের পক্ষ থে‌কে আলোচনায় অংশ নেন নয়ন হা‌ফিজ, থি‌য়েটার ফোকস, ক‌বি ও নাট্যকার মেহরাব রহমান, নাট্যজন মাহমুদুল ইসলাম সে‌লিম, আইএম ক্রি‌য়ে‌টিভ ল্যাব এর মিথুন রেজা, ম্যাক থি‌য়েটার এর ম্যাক আজাদ, টরে‌ন্টো ফিল্ম ফোরা‌মের প‌ক্ষে আরিফ মো‌র্শেদ। সর্ব শে‌ষে বাংলা‌দেশ থি‌য়েটা‌রের সভাপ‌তি মোহাম্মদ হা‌বিবুল্লাহ দুলাল সভাপ‌তির বক্তব্য প্রদান ক‌রেন। 

টরন্টোয় অব‌স্থিত ঢাকা থি‌য়েটার ও জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ্যালয় নাট্যকলা বিভা‌গের প্রাক্তনী সেতু সে‌লিম আল দীন এর নাটক “যৈবতী কন্যার মন” থে‌কে পাঠ ক‌রেন। 

অনুষ্ঠান‌টি উপস্থাপনা ক‌রেন, আবৃ‌তিকার ও অভি‌নেতা আরিয়ান হক। এরপর তার নাটক ও কর্মজীব‌নের ওপর আরিফ মো‌র্শেদ নি‌র্মিত তথ্য চিত্র প‌রি‌বেশ‌নের মাধ্য‌মে অনুষ্ঠান‌টির সমাপ্ত ঘোষণা করা হয়। 

গ্রাফিক্স ও পোস্টার ডিজাইন ক‌রেন নৃত্য প‌রিচালক ইত্তেলা আলী। সার্বিক সহ‌যো‌গিতায় ‌ছিল টর‌ন্টো ফিল্ম ফোরাম।

এমএসএ 

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *