কক্সবাজার রুটের ৮ বিশেষ ট্রেন ঢাকা ছাড়বে যখন

কক্সবাজার রুটের ৮ বিশেষ ট্রেন ঢাকা ছাড়বে যখন

পর্যটন মৌসুম ও যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার-ঢাকা রুটে ৮টি বিশেষ ট্রেন চালাতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এই ৮টি ট্রেন মোট ৫ দিন চলাচল করবে। ইতোমধ্যে ট্রেনগুলোর টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। যদিও এই রুটে আগে থেকে ২ জোড়া ননস্টপ আন্তঃনগর ট্রেন চলাচল করছে।

পর্যটন মৌসুম ও যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার-ঢাকা রুটে ৮টি বিশেষ ট্রেন চালাতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এই ৮টি ট্রেন মোট ৫ দিন চলাচল করবে। ইতোমধ্যে ট্রেনগুলোর টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। যদিও এই রুটে আগে থেকে ২ জোড়া ননস্টপ আন্তঃনগর ট্রেন চলাচল করছে।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের অ্যাসিস্ট্যান্ট চিফ কমার্শিয়াল ম্যানেজার (পি) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর স্বাক্ষরিত এক বার্তায় বিষয়টি জানান যায়।

বার্তায় বলা হয়, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে একজোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কক্সবাজার স্পেশাল নামের ট্রেনটি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় মোট আসন সংখ্যা থাকবে ৫১৮টি। কক্সবাজার থেকে ঢাকায় আসার সময় মোট আসন সংখ্যা থাকবে ৬৩৪টি। ট্রেনটি কোচ থাকবে ১৮টি।

কক্সবাজার স্পেশাল ট্রেনের সময়সূচি

আগামী ২৩ অক্টোবর কক্সবাজার স্পেশাল-১ এর প্রথম ট্রিপ ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাত ১১টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ৪টায় মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে রাত ৪টা ২০ মিনিটে ছেড়ে কক্সবাজার স্টেশনে পৌঁছাবে সকাল সাড়ে ৭টায়। ট্রেনটির শেষ ট্রিপ ঢাকা ছাড়বে ২৬ অক্টোবর।

অন্যদিকে আগামী ২৪ অক্টোবর কক্সবাজার স্পেশাল-২ এর প্রথম ট্রিপ কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে দুপুর ১টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে বিকেল ৪টা ৪০ মিনিটে। চট্টগ্রামে ২০ মিনিট বিরতি দিয়ে বিকেল ৫টায় ছেড়ে বিরতহীনভাবে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত ১০টায়। ট্রেনটির শেষ ট্রিপ কক্সবাজার ছাড়বে ২৭ অক্টোবর।

এদিকে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্ট্রেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী জানিয়েছেন, সাধারণ যাত্রীদের পাশাপাশি পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে বিশেষ ট্রেন সার্ভিসটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে দুর্গাপূজা উপলক্ষ্যে যাত্রীদের সুবিধার্থে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চারদিনের বিশেষ ট্রেন চলেছে। গত ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চালু ছিল এই বিশেষ ট্রেন।

এমএইচএন/এসএম

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *