এস আলমের নিয়োগ পাওয়া এক্সিকিউটিভরা ইসলামী ব্যাংকে ঢুকতে পারবে না

এস আলমের নিয়োগ পাওয়া এক্সিকিউটিভরা ইসলামী ব্যাংকে ঢুকতে পারবে না

২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর হওয়া পদায়ন পাওয়া এক্সিকিউটিভ (নির্বাহী কর্মকর্তারা) ঢুকতে পারবে না। এসব নির্বাহী কর্মকর্তারা শেখ হা‌সিনার পৃষ্ঠপোষকতায় এস আল‌ম গ্রু‌পের নি‌র্দেশে নিয়োগপ্রাপ্ত।

২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর হওয়া পদায়ন পাওয়া এক্সিকিউটিভ (নির্বাহী কর্মকর্তারা) ঢুকতে পারবে না। এসব নির্বাহী কর্মকর্তারা শেখ হা‌সিনার পৃষ্ঠপোষকতায় এস আল‌ম গ্রু‌পের নি‌র্দেশে নিয়োগপ্রাপ্ত।

ইসলামী ব্যাংকের মতিঝিলের হেড অফিসের সামনে ব্যাংকের সি‌বিএ নেতারা জড়ো হয়ে এসব দা‌বি ক‌রেন।

ইসলামী ব্যাংকের সিবিএ নেতা আনিসুর রহমান বলেন, দখল হওয়া ইসলামী ব্যাংক খুব দ্রুত সময়ের মধ্যে ফিরে আসবে। ২০১৭ সালের পরে যত এক্সিকিউটিভ এসেছে, তারা আর এই ব্যাংকে ঢুকতে পারবে না। এটা এমডি সমর্থন ক‌রে‌ছেন।

২০১৭ সালের পর থেকে সব অবৈধ পরীক্ষাবিহীন নিয়োগ বাতিল করা হবে। একই সঙ্গে এই সময় যাদের অবৈধভাবে চাকরি বাতিল করা হয়েছে তাদের চাকরি পুনরায় দেওয়া হবে। যারা গত সাত বছরে প্রমোশন থেকে বঞ্চিত হয়েছেন তাদের যথাযথ প্রমোশন ফিরিয়ে দেওয়া হবে।

ইসলামী ব্যাংকের অপারেশন উইংয়ের হেড এসএভিপি ড. কামাল উদ্দিন জসিম বলেন, আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি ছাত্রদের মাধ্যমে। প্রজ্ঞার সঙ্গে আমরা তার অর্জন তুলে নিতে হবে।

‘ইসলামী ব্যাংক বিশ্বের কাছে খুবই স্মরণীয়, আমাদের মর্যাদা পুনরায় ফিরে পেতে হবে এটা আমরাই পারবো।”

কামাল উদ্দিন বলেন, এমডির সঙ্গে কথা হয়েছে, আমারা ২০১৭ সালের পর থেকে সব অবৈধ নিয়োগ বাতিলের কাজ অলরেডি শুরু করে দিয়েছি।

এসআই/এসএম

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *