একীভূত হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

একীভূত হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

সমন্বয়ে সুবিধা ও কাজে গতিশীলতা আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করা হচ্ছে। 

সমন্বয়ে সুবিধা ও কাজে গতিশীলতা আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করা হচ্ছে। 

রোববার (৩ নভেম্বর) দুই বিভাগকে এক করার অনুশাসন দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ দু’টির কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে একত্রীকরণে প্রধান উপদেষ্টা সদয় অনুশাসন দিয়েছেন। 

এমতাবস্থায় জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ দুটিকে একত্রীকরণের বিষয়ে পরবর্তী কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয় চিঠিতে।

এই চিঠির পরিপ্রেক্ষিতে এখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগকে একীভূত করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। 

এর আগে, ২০১৭ সালের ১৮ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দু’টি বিভাগ গঠন করে। 

এসএইচআর/জেডএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *