একদিনে ৫০ ফাইল স্বাক্ষর হলেও ‘বঞ্চিত’ এনডিএফ!

একদিনে ৫০ ফাইল স্বাক্ষর হলেও ‘বঞ্চিত’ এনডিএফ!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া এবং জীবন ঝুঁকি নিয়ে হতাহতদের চিকিৎসা সেবায় কাজ করা অধিকাংশ চিকিৎসক এখনও স্বাস্থ্য অধিদপ্তরে বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনটির দাবি, অধিদপ্তরের নতুন মহাপরিচালক বসার পর একদিনে ৫০টির অধিক পদায়ন-পদোন্নতির ফাইল স্বাক্ষর হলেও এনডিএফের চিকিৎসকদের বঞ্চিত করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া এবং জীবন ঝুঁকি নিয়ে হতাহতদের চিকিৎসা সেবায় কাজ করা অধিকাংশ চিকিৎসক এখনও স্বাস্থ্য অধিদপ্তরে বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনটির দাবি, অধিদপ্তরের নতুন মহাপরিচালক বসার পর একদিনে ৫০টির অধিক পদায়ন-পদোন্নতির ফাইল স্বাক্ষর হলেও এনডিএফের চিকিৎসকদের বঞ্চিত করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত বৈষম্যবিরোধী চিকিৎসক সমাজের ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে সংগঠনটির নেতারা এসব কথা বলেন।

এনডিএফের লিগ্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ডা. আব্দুল কাদের নোমান বলেন, পদায়নের জন্য দেড় মাস আগে থেকে অনেক চিকিৎসকের ফাইল প্রস্তুত থাকলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত চিকিৎসকদের পদোন্নতির ফাইল ঝুলে আছে। গত ১৫ বছর ধরে যারা বৈষম্যের শিকার তারা এখনও বৈষম্যে পড়ে থাকবে, এটা হতে পারে না।

স্বাস্থ্য মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দয়া করে আপনি আমাদের আবারও বৈষম্যের দিকে ঠেলে দেবেন না। একদিনে ৫০ ফাইল স্বাক্ষর হলো অথচ আমাদের ফাইল স্বাক্ষর হলো না। কোনোভাবে আবার বৈষম্য করবেন না। আমাদের দুর্বল ভাবার কোনো কারণ নেই। এখানে যারা আছে তারা সবাই ১৫ বছর নির্যাতিত। এতদিন ধরে তারা বৈষম্যের শিকার।

ডা. আব্দুল কাদের বলেন, আমরা কঠোর কোনো কর্মসূচিতে না গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে সহযোগিতা করতে চাই। আমরা আশা করছি বঞ্চিত চিকিৎসকদের দাবিগুলো তিনি দ্রুতই সমাধান করবেন। অন্যথায় আমরা লাগাতার আন্দোলন ও অবস্থান কর্মসূচিতে যেতে বাধ্য হব।

এসময় ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে বৈষম্যের শিকার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) ভালোবাসেন জানিয়ে নেতারা প্রত্যাশা করেন, তিনি তাদের ভালোবাসার মূল্য দেবেন। অধিকতর বৈষম্যের শিকার চিকিৎসকদের মূল্যায়নে উদ্যোগ নেবেন। কিন্তু তা করা হচ্ছে না। এ ব্যাপারে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান বক্তারা। তারা বলেন, অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

টিআই/এসএসএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *