বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘জুনিয়র অফিসার’ পদমর্যাদার ১৪৪ জনকে সহকারী ব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘জুনিয়র অফিসার’ পদমর্যাদার ১৪৪ জনকে সহকারী ব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সম্প্রতি বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তর/পার্সোনেল শাখা থেকে জারি করা পৃথক ৮টি আদেশে তাদের পদোন্নতি দেওয়া হয়। আদেশে স্বাক্ষর করেছেন বিমানের উপ-মহাব্যবস্থাপক (পার্সোনেল) খন্দকার বাকী উদ্দিন আহম্মদ।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- প্রশাসন বিভাগের ২২ জন, নিরাপত্তা বিভাগের ৪ জন, বাণিজ্যিক বিভাগের ২১ জন, গ্রাউন্ড সার্ভিস বিভাগের ৭২ জন, হিসাব বিভাগের ২০ জন, প্রকিউরমেন্ট বিভাগের ৩ জন, অপারেশন ট্রেনিং বিভাগের ১ জন ও মেইন্টেনেন্স বিভাগের ১ জন।
আদেশে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পদোন্নতিপ্রাপ্তরা বেতন বিভাগ-৬ এর বেতনক্রম ২৬ হাজার ৫০০ থেকে ৫৭ হাজার ৯৫০ টাকা প্রাপ্য হবেন।
পদোন্নতিপ্রাপ্তরা ৬ মাসের জন্য শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন। শিক্ষানবিশ সন্তোষজনক হলে তাদের চাকরি নিশ্চিতকরণ করা হবে।
এআর/এমজে