এআই দিয়ে গান তৈরি নিয়ে কী বললেন এ আর রহমান?

এআই দিয়ে গান তৈরি নিয়ে কী বললেন এ আর রহমান?

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির দুনিয়ায় সবকিছুই সম্ভব। সেই প্রভাব পড়েছে গানেও। প্রযুক্তির ব্যবহারকে সাধুবাদ জানালেও তা কখনোই শিল্পী ও তার সৃজনশীলতার বিকল্প হতে পারে না। এমনটাই জানালেন বিশিষ্ট সুরকার এআর রহমান।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির দুনিয়ায় সবকিছুই সম্ভব। সেই প্রভাব পড়েছে গানেও। প্রযুক্তির ব্যবহারকে সাধুবাদ জানালেও তা কখনোই শিল্পী ও তার সৃজনশীলতার বিকল্প হতে পারে না। এমনটাই জানালেন বিশিষ্ট সুরকার এআর রহমান।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এআই-এর প্রভাব নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে। সেখানে এ শিল্পী বলেন, ‘গানে মাস্টারিংয়ের জন্য এআই ব্যবহার হচ্ছে। কিন্তু একটা সুর তৈরি করা খুব সহজ কাজ নয়। সেটা বানাতে গেলে একজন মানুষের সৃষ্টিশীলতা ও দার্শনিক ভাবনার প্রয়োজন।’

তিনি মনে করিয়ে দেন, ভবিষ্যতেও গিটার হাতে মঞ্চে উঠে শিল্পীরা গান গাইবেন। ডিজিটালাইজেশনের যুগে আমরা প্রযুক্তি ব্যবহার করলেও, আমাদের ভুলত্রুটিগুলো ভালো ভাবে বোঝার জন্য আরও বেশি করে তার (এআই) মূল্য দেওয়া প্রয়োজন।

বিশিষ্ট সুরকার আরও বলেন, ‘এআই একটা ফ্র্যাঙ্কেনস্টাইন। এটা স্টার্টিং টুল হিসেবে ভাল। অনেক মানুষ বিভিন্ন বিষয়ে এর সাহায্য নেয়। আমিও পোস্টার তৈরির জন্য এআই ব্যবহার করি। এমন ভাবার কোনও কারণ নেই যে, এআই যা করবে সবটাই সুন্দর। অনেক সময় খুব বাজেও হয়। তখন ফটোশপ এআই-এর কম্বিনেশন আমি ব্যবহার করি।’

এরপরই রহমানকে অন্য একটি বিষয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় কোনো পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেলে তিনি খুশি হবেন? জবাবে একটুও না ভেবে মণিরত্নমের কথা বলে। রহমানের ভাষ্য, ‘আমার মনে হয় কারও উপর যত ভরসা রাখবেন, ততই নিজেকে উজাড় করে দেওয়ার ইচ্ছা বাড়বে।’

প্রশ্ন করা হয় অন্য পরিচালকদের সঙ্গে মণিরত্নমের পার্থক্য কী? জবাবে রহমান জানিয়েছেন, ‘মণিরত্নম একেবারেই আলাদা। উনি অন্যান্য পরিচালকদের মতো নন। প্রথমেই বলে দেন, আমাকে কিছু একটা বানিয়ে দাও। এরপর ভেবে ভেবে নিজের উপর রীতিমতো নির্যাতনের পরই ফাইনাল কিছু বেরিয়ে আসে।’

এমআইকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *