এআইইউবি শিক্ষার্থী শাহিরা সারওয়াতের সিএএ পুরস্কার অর্জন

এআইইউবি শিক্ষার্থী শাহিরা সারওয়াতের সিএএ পুরস্কার অর্জন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী মিস শাহিরা সারওয়াত কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অবি আর্কিটেক্টস (সিএএ) পুরস্কার ২০২৪-এ ‘সিএএ প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড’ বিভাগে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন। এই পুরস্কারটি চূড়ান্ত বর্ষের আর্কিটেকচার শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পকে স্বীকৃতি প্রদান করে।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী মিস শাহিরা সারওয়াত কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অবি আর্কিটেক্টস (সিএএ) পুরস্কার ২০২৪-এ ‘সিএএ প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড’ বিভাগে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন। এই পুরস্কারটি চূড়ান্ত বর্ষের আর্কিটেকচার শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পকে স্বীকৃতি প্রদান করে।

মিস শাহিরা সারওয়াতের থিসিস প্রকল্প ছিল ‘হেরিটেজ স্যাংচুয়ারি ফর জিওলজি’। আর্কিটেকচার বিভাগের শিক্ষক আশিক ভাসকর মান্নান এবং ইরফাত আলমের তত্ত্বাবধানে থিসিস সম্পন্ন হয়েছে।

প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধান করেছেন আর্কিটেকচার বিভাগের শিক্ষক আরেফীন ইব্রাহীম। জাফলংয়ের অনন্য ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য সংরক্ষণের ওপর ভিত্তি করে এই থিসিসটি রচিত হয়েছে, যা সিলেট অঞ্চলের ঐতিহ্য এবং পরিবেশগত সংরক্ষণকে প্রাধান্য দেয়।

সিএএ-এর প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড বিভাগে ২০২৪ সালে ৬৪টি এন্ট্রির মধ্যে মিস শাহিরা সারওয়াত তার কাজের জন্য প্রশংসা অর্জন করেছেন। এ বছর সিএএ বিভিন্ন বিভাগে মোট ১৫৯টি জমা পড়েছে, যেখানে বিজয়ীরা ১২টি দেশের ৫টি অঞ্চলের।

সিএএ-এর বিচারক স্থপতি মো. রফিক আজম ঢাকায় মিস শাহিরা সারওয়াতের হাতে প্রশংসাপত্র তুলে দেন। এছাড়াও, মিস শাহিরা সারওয়াতের প্রকল্পটি আর্কেশিয়া থিসিস অফ দ্যা ইয়ার ২০২৪-এর চূড়ান্ত রাউন্ডের জন্য মনোনীত হয়েছে, যেখানে এটি জাতীয় পর্যায় থেকে নির্বাচিত তিনটি শীর্ষ প্রকল্পের মধ্যে অন্যতম। আর্কেশিয়া থিসিস অফ দ্যা ইয়ার এশিয়ার উদ্ভাবনী এবং সামাজিকভাবে প্রাসঙ্গিক স্থাপত্যের কাজের জন্য এক অনন্য প্রতিযোগিতা।

এআইইউবি এবং বাংলাদেশের স্থাপত্য অঙ্গনে মিস শাহিরা সারওয়াতের এই সাফল্য অত্যন্ত গর্বের এবং এআইইউবি পরিবার  ভবিষ্যতে তার আরো সাফল্য কামনা করছে।

জেডএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *