ঋত্বিক ঘটকের স্মৃতিবিজড়িত বসতভিটার অংশটুকু সংরক্ষণের দাবি

ঋত্বিক ঘটকের স্মৃতিবিজড়িত বসতভিটার অংশটুকু সংরক্ষণের দাবি

‘আর্ট মানে আমার কাছে যুদ্ধ’ —এ স্লোগানে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঋত্বিক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী।

‘আর্ট মানে আমার কাছে যুদ্ধ’ —এ স্লোগানে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঋত্বিক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী।

সোমবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহীর মহানগরীর মিয়াপাড়ার ঋত্বিকের পৈতৃক ভিটায় আয়োজনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী আয়োজনে সভাপ্রধান ছিলেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি রাজশাহীর সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ।

আলোচক হিসেবে ছিলেন, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান। এছাড়া অতিথি ছিলেন ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, প্রবীণ সাংবাদিক ও আইনজীবী অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান আলম।

অনুষ্ঠানে বক্তরা বলেন, ঋত্বিক কুমার ঘটক শুধু একজন চলচ্চিত্র নির্মাতা নয়। তিনি চলচ্চিত্র নির্মাতাদের পথপ্রদর্শক। এমন একজন খ্যাতিমান ব্যক্তির নিদর্শন আমরা ধরে রাখতে পারছি না। তার বসতভিটাকে ভেঙে ফেলা হয়েছে। তার স্মৃতিচিহ্নকে মুছে ফেলার অপচেষ্টা চালানো হচ্ছে।

বক্তরা আরও বলেন, ঋত্বিকের স্মৃতিবিজড়িত বসতভিটার অংশটুকুকে সংরক্ষণ করতে হবে। সেখানে ঋত্বিকের স্মৃতিকে ধরে রাখার জন্য তার সংগ্রহশালা বা ঋত্বিক কমপ্লেক্স গড়ে তুলতে হবে। ঋত্বিক ঘটকের বসতভিটা ভেঙে ফেলার ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে ঋত্বিকপ্রেমি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আশিক/এসএম

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *