দিন দিন জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভুল সংশোধনে ভোগান্তি বাড়ছে। বর্তমানে সংশোধনের অপেক্ষায় রয়েছে প্রায় পাঁচ লাখ আবেদন।
দিন দিন জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভুল সংশোধনে ভোগান্তি বাড়ছে। বর্তমানে সংশোধনের অপেক্ষায় রয়েছে প্রায় পাঁচ লাখ আবেদন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ইসির উপ-পরিচালক মাহবুবা মমতা হেনা স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে এসব আবেদনের বিষয়ে জানা গেছে।
নির্বাচন কমিশন নাগরিকদের আবেদন সাতটি ক্যাটাগরিতে নিষ্পত্তি করে থাকে। এদের মধ্যে ক ক্যাটাগরির ১৫ হাজার ১৪০টি, ক-১ ক্যাটাগরির ১ হাজার ২৮৪টি, খ ক্যাটাগরির ৭৭ হাজার ৪০৩টি, খ-১ ক্যাটাগরির ৬ হাজার ৪৮৭টি, গ ক্যাটাগরির ১ লাখ ৬৪ হাজার ৩০৪টি, গ-১ ক্যাটাগরির ৮ হাজার ৮২১টি, ঘ ক্যাটাগরির ৮ হাজার ২২১টি আবেদন ঝুলে আছে। এছাড়া এখনো ক্যাটাগরি করা হয়নি ২৪ হাজার ৯৭১টি আবেদন।
অন্যদিকে সেন্ড ব্যাক টু সিটিজেন (তথ্যের ঘাটতিজনিত) ক্যাটাগরিতে ৪০ হাজার ২৩০টি, তদন্ত হয়নি ৭৩ হাজার ৭২৫টি, শুনানির অপেক্ষায় ২২ হাজার ৬৭১টি এবং অতিরিক্ত তথ্যের ঘাটতিজনিত ৩৪ হাজার ৯৫৫টি আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে। এই মোট চার লাখ ৭০ হাজার ৯৩১টি আবেদন কর্মকর্তাদের টেবিলে পড়ে আছে।
এসআর/এসকেডি