ইসলামী আন্দোলন ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার যোগ্যতা রাখে

ইসলামী আন্দোলন ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার যোগ্যতা রাখে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর ছোট দল নয়। এখন ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার যোগ্যতা রাখে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছোট ভাবলে হবে না। যখন ইসলাম বিদ্বেষী কোনো দল মাথা উঁচু করে, তখন তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য ইসলামী আন্দোলন মাঠে থাকে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর ছোট দল নয়। এখন ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার যোগ্যতা রাখে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছোট ভাবলে হবে না। যখন ইসলাম বিদ্বেষী কোনো দল মাথা উঁচু করে, তখন তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য ইসলামী আন্দোলন মাঠে থাকে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এই গণসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন। 

চরমোনাই পীর বলেন, বিগত ৫ আগস্ট যখন দেশ প্রশাসনিকভাবে ভেঙ পড়ে তখন আমাদের কর্মীরা সংখ্যালঘুদের মন্দির পাহারায় নেমেছিল। জানমাল ও ইজ্জত রক্ষার্থে দায়িত্ব পালন করেছে।  রাস্তায় মানুষের দুর্ভোগ লাগবে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। এখন পর্যন্ত শহীদদের রক্ত শুকায় নাই,  মায়ের কান্না বন্ধ হয় নাই। ওই সময় কিছু স্বার্থন্বেষী মহল চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসী ও  স্বার্থ উদ্ধারে লিপ্ত হয়। আমরা তাদেরকে ধিক্কার জানাই।  তাদেরকে আমরা ঘৃণা জানাই।

তিনি বলেন, দেশকে সুন্দর করার জন্য ছাত্র-জনতা জীবন দিয়েছে। এখন তোমরা নেমেছো লুট এবং সন্ত্রাসী-চাঁদাবাজির জন্য। তোরা ভালো করে জেনে রাখিস, বাংলাদেশের মানুষ দেশকে সুন্দর করার জন্য জীবন দিয়েছে। তোদের মতো সন্ত্রাসীদেরও বাংলার মসনদে দেখতে চায় না।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আমরা সকল ইসলামী দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। দেশের জন্য এবং মানবতার কল্যাণের জন্য আমরা সকলে একসঙ্গে মিলে কাজ করার অঙ্গীকার করছি। 

তিনি বলেন, ময়মনসিংহ বেড়িবাঁধ এলাকায় এক হাজারের মতো লোক ঘর বেঁধে বসবাস করে। তাদেরকে উৎখাত করার জন্য কিছু ষড়যন্ত্র করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে সব সময় ছিল, ওদের পাশেও থাকবে।  

গণসমাবেশে ইসলামী আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি নাসির উদ্দিনের সভপতিত্বে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, জেলা উত্তরের সভাপতি হাদিউল ইসলাম, জেলার দক্ষিণের সভাপতি মামুনুর রশিদ সিদ্দিকী প্রমুখ।

আমান উল্লাহ আকন্দ/আরএআর

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *