‘ইলিশ রপ্তানি সময়োপযোগী সিদ্ধান্ত, বন্ধুদের পুজো দুর্দান্ত হোক’

‘ইলিশ রপ্তানি সময়োপযোগী সিদ্ধান্ত, বন্ধুদের পুজো দুর্দান্ত হোক’

নানা নাটকীয়টার পর দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

নানা নাটকীয়টার পর দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

এতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।

নির্দেশনা জারি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এর মাঝে জনপ্রিয় সংগীতজ্ঞ প্রিন্স মাহমুদ এক পোস্ট দিয়ে জানান, সরকার এ সময় সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিল সরকার। সময়োপযোগী সিদ্ধান্ত। এ বিষয়ে ১৪ ই সেপ্টেম্বর বলেছিলাম। ভুলে না যাই বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে কলকাতার শিক্ষার্থী বন্ধুরা কীভাবে ফুঁসে উঠেছিল। বন্ধুদের পুজো দুর্দান্ত হোক।’

কমেন্ট বক্সে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘যারা রাগ হচ্ছ, হও। আমাকে নিয়ে দুইজনের লেখা দেখছি। ইবাদত আমি কম করিনা। নামাজ খুব একটা কাজা হয় না। সোম বৃহস্পতি রোজা রাখি। আজকেও রোজা রাখছি। রাগ বেশি কিন্তু ভেতর পরিষ্কার। আমার দোয়া কবুল হয়। নিশ্চিত হয়।’

শেষে তার ভাষ্য, ‘জন্ম থেকে বুখারি শরিফের প্রতিটি খণ্ড আমার বাসায় আব্বার রেখে যাওয়া। অতএব নব্য মুস্লিম হয়ে আমাকে কেউ হিন্দু বানায় দিতে এস না। লাভ নাই। কিসসু কেয়ার করি না। কারো কাছে ভাল হওয়ারও দরকার নাই। মন্দ হওয়ারও দরকার নাই। কাউকে ভয় পাই না। মন যেটা বলে সেটাই বলে যাই। ২০০৯ এ হজ করছি। ফেসবুকে এসে অতিকায় মুসলমান হিসেবে নিজেকে জাহির করি নাই। মানুষ হিসেবে যেটুকু বলার বলছি।’

এমআইকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *