ইবির লালন শাহ হলের অনাবাসিক শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ

ইবির লালন শাহ হলের অনাবাসিক শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলে অবস্থানরত অনাবাসিক এবং অন্য হলের এটাস্ট শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে হলের গণরুম বাতিল ঘোষণা করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলে অবস্থানরত অনাবাসিক এবং অন্য হলের এটাস্ট শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে হলের গণরুম বাতিল ঘোষণা করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, মাস্টার্স শেষ হওয়া শিক্ষার্থী এবং লালন শাহ হলে অবস্থানরত অন্য হলের শিক্ষার্থীরা এখানে থাকতে পারবেন না। প্রতি রুমে সিটের অতিরিক্ত ছাত্র অবস্থান করতে পারবেন না এবং আবাসিক নয় এমন কোনো ছাত্র হলে অবস্থান করতে পারবেন না। যে কোনো সময় হলপ্রশাসন কক্ষে অভিযান চালাবে। এ সময় আবাসিক ছাত্র ব্যতীত অনাবাসিক ছাত্র হলে অবস্থান করলে তার বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন বলেন, হলের শৃঙ্খলা ফেরাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাই হলে বৈধ শিক্ষার্থীরা অবস্থান করুক। তাহলে আর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যার পর লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিনহাজুল হক রুমনের ওপর হামলার ঘটনা ঘটে। ওই সময় তিনি লালন শাহ হলে অবস্থান করছিলেন। যদিও এর আগে তিনি হল ছেড়ে দেন। দুদিন আগে একটি কাজের জন্য তিনি আবারও হলে অবস্থান করছিলেন। জানা যায়, ১০-১২ জন শিক্ষার্থী হঠাৎ রুমে প্রবেশ করে তার রুমমেটদের আটকে রাখে এবং রুমনকে মারধর করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রাকিব হোসেন/এমটিআই

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *