বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার বিল মওকুফের অথবা ন্যূনতম শুধু মেডিসিন বিল রাখার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।
বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার বিল মওকুফের অথবা ন্যূনতম শুধু মেডিসিন বিল রাখার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।
শনিবার (১৭ আগস্ট) নিজের ফেসবুক প্রোফাইলে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি।
সেখানে তিনি লেখেন, ‘আন্দোলনকারীদের জন্য সরকার থেকে প্রাইভেট হসপিটালগুলোতে বিল মওকুফের অথবা ন্যূনতম শুধু মেডিসিন বিল নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো প্রাইভেট হসপিটাল পূর্বের মতো চোরের ন্যায় বিল করলে বা অপ্রত্যাশিত আচরণ করলে ইন্সট্যান্ট (তৎক্ষণাৎ) জানাবেন। আমরা সরাসরি ডিল করব।’
পোস্টে তিনি শুধু মেডিকেল ইমার্জেন্সিতে আহতদের বিল নিয়ে সমস্যার ক্ষেত্রে যোগাযোগের জন্য দুইজন সমন্বয়ক মাহিন (01731814449) ও অদিতির (01865352083) ফোন নম্বরে যোগাযোগ করতে বলেন।
এসএসএইচ