ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাদেশ লাগোয়া আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, রাজ্যের করিমগঞ্জে আন্তর্জাতিক সীমান্তের কাছে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাদেশ লাগোয়া আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, রাজ্যের করিমগঞ্জে আন্তর্জাতিক সীমান্তের কাছে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
আসামের পুলিশ বলছে, আন্তর্জাতিক সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকারী দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন কবীর শিখর ও মোহাম্মদ সেলিম।
এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসাম পুলিশের প্রচেষ্টার প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন। এতে তিনি বলেছেন, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে আরেকটি সফল অভিযান পরিচালনা করেছে পুলিশ। করিমগঞ্জে আন্তর্জাতিক সীমান্তের কাছে দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে এবং সীমান্তের ওপারে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে।
এর আগে, গত অক্টোবরে আসামের এই মুখ্যমন্ত্রী বাংলাদেশি নাগরিককে আটক ও বাংলাদেশে ফেরত পাঠানোর তথ্য জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, করিমগঞ্জ জেলায় অবৈধ অনুপ্রবেশকারী এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। পরে সীমান্তের ওপারে তাকেও পাঠিয়ে দেওয়া হয়।
গত ২ অক্টোবর ভারতের আরেক রাজ্য মেঘালয়ে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করে। ওই বাংলাদেশিরা অটোরিকশায় করে মেঘালয়ের পুরাখাসিয়া এলাকায় যাওয়ার সময় আটক হন।
পরে বিএসএফের মেঘালয় বিভাগের এক বিবৃতিতে বলা হয়, বিএসএফের একটি টহল দলের সদস্যরা দায়িত্ব পালনরত অবস্থায় সীমান্ত থেকে কিছু দূরে একটি অটোরিকশা থামাতে দেখেন। এ সময় অটোরিকশা থেকে সন্দেহভাজন পাঁচ বাংলাদেশি নাগরিক বেরিয়ে আসেন এবং পালানোর চেষ্টা করেন। সৈন্যরা তাদের ধাওয়া করে এবং সফলভাবে আটক করেন।
এছাড়া গত ১ অক্টোবর আসাম পুলিশ রাজ্যের দক্ষিণ সালমারা এবং করিমগঞ্জ জেলায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি ১৪ নাগরিককে গ্রেপ্তার করে।
সূত্র: এএনআই।
এসএস