সাভারের আশুলিয়ার ১০ দফা দাবিতে গিল্ডান নামে কানাডিয়ান মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এছাড়াও আশুলিয়ায় ডিইপিজেডের সামনে চাকরিতে বৈষম্যের প্রতিবাদে পুরুষ চাকরি প্রার্থীরা বিক্ষোভ করেছেন।
সাভারের আশুলিয়ার ১০ দফা দাবিতে গিল্ডান নামে কানাডিয়ান মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এছাড়াও আশুলিয়ায় ডিইপিজেডের সামনে চাকরিতে বৈষম্যের প্রতিবাদে পুরুষ চাকরি প্রার্থীরা বিক্ষোভ করেছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন এবং ডিইপিজেড এলাকায় পুরুষ চাকরি প্রত্যাশীরা বিক্ষোভে অংশ নেন।
গিল্ডান পোশাক কারখানার শ্রমিকরা বলেন, আমরা বিভিন্ন যৌক্তিক দাবি নিয়ে রাজপথে এসেছিলাম। আমরা যোগ্যতার ভিত্তিতে প্রমোশন, চাকরিতে ১০ বছরের নিশ্চয়তা এবং আন্দোলনে যারা যোগ দিয়েছেন তাদের ছাঁটাই না করাসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছি। কিন্তু কর্তৃপক্ষ এখনো আমাদের কোনো দাবি মেনে নেয়নি।
অন্যদিকে ডিইপিজেডের পুরুষ চাকরি প্রার্থীরা বলেন, আমাদের নায্য দাবি নিয়ে আমরা এসেছি। আমরা বারবারই ডিইপিজেডে চাকরির জন্য আসি। মেয়েদের চাকরিতে নেওয়া হয়। কিন্তু পুরুষদের চাকরিতে নেওয়া হয় না । ১৮ থেকে ৪৫ বছরের সকলকে যোগ্যতা অনুসারে চাকরি দিতে হবে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম ঢাকা পোস্টকে বলেন, চাকরি প্রত্যাশীরা জড়ো হয়ে চাকরির দাবিতে ডিইপিজেডের সামনে আন্দোলন করেছে। আমরা তাদের বুঝিয়েছি, সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও গিল্ডান নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছিল। পরে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
লোটন আচার্য্য/আরএআর