আমিরের যে সিদ্ধান্তে বিরক্ত হয়েছিলেন কিরণ

আমিরের যে সিদ্ধান্তে বিরক্ত হয়েছিলেন কিরণ

মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে তার পরিবার কী প্রতিক্রিয়া জানিয়েছিল, সে সম্পর্কে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেতা। আমির খান জানান, তিনি তার সর্বশেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ তার পরিবারের উদ্দেশে উৎসর্গ করেছেন। পাশাপাশি তিনি জানান যে, তার পরিবার যখন তার অভিনয় থেকে বিরত থাকার সিদ্ধান্ত প্রথমবার শোনেন, তখন তারা হতবাক হয়ে যান, বিরক্ত হন এবং তাকে অভিনয় ছেড়ে না যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করেন।

মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে তার পরিবার কী প্রতিক্রিয়া জানিয়েছিল, সে সম্পর্কে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেতা। আমির খান জানান, তিনি তার সর্বশেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ তার পরিবারের উদ্দেশে উৎসর্গ করেছেন। পাশাপাশি তিনি জানান যে, তার পরিবার যখন তার অভিনয় থেকে বিরত থাকার সিদ্ধান্ত প্রথমবার শোনেন, তখন তারা হতবাক হয়ে যান, বিরক্ত হন এবং তাকে অভিনয় ছেড়ে না যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করেন।

‘চ্যাপ্টার টু’ নামের এক পডকাস্টে আমির এ প্রসঙ্গে বলেন, ‘তিন বছর আগে যখন আমি পরিবারকে বলেছিলাম যে আমি ছবিতে অভিনয় করা ছেড়ে দিচ্ছি, তখন তাদের প্রতিক্রিয়া ছিল, তুমি কীভাবে ছবিতে অভিনয় করা ছাড়তে পারো? তুমি গত ৩০ বছর ধরে পাগলের মতো কাজ করেছ, এই বিনোদন জগতের সঙ্গে তুমি ওতোপ্রতো ভাবে জড়িয়ে রয়েছ। তুমি এই মুহূর্তে আবেগপ্রবণ হয়ে হয়তো এটা বলছ, কিন্তু তুমি এটা করতে পারবে না।’

আমির খান বলেন, ‘আমি তাদের কথায় শুধু মাথা নেড়ে বলেছিলাম ঠিক আছে। তারপর আমি আমার টিমকে ডাকলাম, মানে আমার প্রযোজনা টিম। সেখানে কিরণও (করণ রাও) ছিলেন। আমি বলেছিলাম যে আমার এই কোম্পানির আর প্রয়োজন নেই, কারণ আমি আর ছবি বানাতে চাইছি না। কিন্তু আপনারা সবাই একই পেশায় আছেন এবং ছবি করতে চান, তাই আমি চাই আপনারা আমার থেকে কোম্পানির শর্ত নিয়ে, নিজেদের মতো করে ছবি বানান।’

আমির জানান, তারা সবাই তার সিদ্ধান্তে বেশ হতবাক, বিরক্ত এবং বিভ্রান্ত বোধ করেন। আমির বলেন, ‘এই সব শুনে কিরণ আমাকে বলেছিলেন, তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছ? আমি বললাম, না আমি শুধু ছবি করা ছাড়ছি এবং এখন আমি তোমাদের সকলের সঙ্গে আরও বেশি করে সময় কাটাব। কিরণ বলেন, না, তুমি এই মুহূর্তে বুঝতে পারছ না। তুমি যদি ছবি করা ছেড়ে দাও, তবে তুমি তোমার জীবন এবং পৃথিবীকে ছেড়ে দিচ্ছ জানবে। আর আমরাও তোমার সেই পৃথিবীর অংশ, তাই তুমি আমাদেরও ছেড়ে চলে যাচ্ছ। এই সব বলতে বলতে কিরণ কেঁদে ফেলেছিলেন। আমি তাকে বলি এটা হবে না, তুমি ভুল ভাবছ। কিন্তু এখন বুঝতে পারি যে, কিরণ সঠিক ছিলেন, যা আমি তখন বুঝতে পারিনি, তা কিরণ বুঝেছিলেন।’

কাজের সূত্রে, আমিরকে শেষ দেখা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। এই ছবিটি বক্স অফিসে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি। তিনি সম্প্রতি কিরণ পরিচালিত দ্বিতীয় ছবি ‘লাপাতা লেডিস’-এর প্রযোজনা করেছেন, যা মুক্তির পর সমালোচকদের প্রশংসা পেয়েছে। আমির বর্তমানে ‘সিতারে জমিন পার’-এ কাজ করছেন। এই গল্পে ডাউন’স সিনড্রোমের বিষয়টি ফুটে উঠবে।

ডিএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *