আবু সাঈদের নামে যমুনা সেতুর নামকরণ করতে হবে : হারুনুর রশীদ

আবু সাঈদের নামে যমুনা সেতুর নামকরণ করতে হবে : হারুনুর রশীদ

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, শেখ হাসিনা ভারতে গিয়ে কূটচাল চালাচ্ছেন। সেখানে বসে তিনি বিভিন্ন ধরনের শলা-পরামর্শ করছেন। ভারতকে পরিষ্কার বলতে চাই, তারা কী আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখবে নাকি বাংলাদেশের ১৮ কোটি জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, শেখ হাসিনা ভারতে গিয়ে কূটচাল চালাচ্ছেন। সেখানে বসে তিনি বিভিন্ন ধরনের শলা-পরামর্শ করছেন। ভারতকে পরিষ্কার বলতে চাই, তারা কী আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখবে নাকি বাংলাদেশের ১৮ কোটি জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে।

সোমবার (১২ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

হারুনুর রশীদ আরও বলেন, যদি ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় আমাদের দরজা খোলা রয়েছে। আমাদের নিকটতম প্রতিবেশী দেশের সঙ্গে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। কিন্তু ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ও রাজনীতিতে নাক গলাতে চায় তাহলে উচিত জবাব দেওয়া হবে। 

যমুনা সেতুর নাম পরিবর্তন করার দাবি জানিয়ে তিনি বলেন, কোটা আন্দোলনে নিহত আবু সাঈদের নামে যমুনা সেতুর নামকরণ করতে হবে। একই সঙ্গে এই গণআন্দোলনে নিহত ও আহতদের মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। 

হারুনুর রশীদ বলেন, সংকটময় মুহূর্তে ঐক্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে। অবশ্যই বাংলাদেশের মানুষ এখন অনেক সংকটময় সময় পার করছে। এই সময়ে আমাদের অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না কঠিন সময় পার করছি। 

শেখ হাসিনা পুলিশ ও বিচার বিভাগকে নিজের মতো করে ব্যবহার করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করবা; গুম করবা। আইনের অপব্যবহার করবা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, পুলিশ, বিজিবিসহ অনান্য বাহিনীকে নিজের ব্যক্তিগতভাবে ব্যবহার করবা। বিচার বিভাগকে ব্যক্তিগত কাজে ব্যবহার করবা। এমন করে দেশ চলতে পারে না।

কোটাবিরোধী আন্দোলনে হতাহতদের গ্রেপ্তার ও রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবিতে এই সমাবেশের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপি। এতে অংশ নেয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, বিএনপি নেতা শামসুল হক,  আ ক ম শহিদুল আলম বিশ্বাস পলাশ, তাসেম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আশিক আলী/আরএআর

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *