কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মো. ইয়াছিন আলী বলেছেন, বিএনপি জনগণের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিতে চায়। আর জনগণই তারুণ্যের অহংকার জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনতে চায়। আগামী নির্বাচনে বিএনপি বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মো. ইয়াছিন আলী বলেছেন, বিএনপি জনগণের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিতে চায়। আর জনগণই তারুণ্যের অহংকার জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনতে চায়। আগামী নির্বাচনে বিএনপি বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানী মালের স্থানীয় একটি হোটেলে মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মাসুম মুন্না। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মো. নেহের মিয়া রানা, সহ সভাপতি মো. বাবুল হোসেন, মো. এমরান হোসেন তালুকদার, মো. ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক অনিক, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপের সদস্য সচিব নুরনবী মানিক, মো. হারুনুর, মো. খায়রুল ইসলাম, মো. আব্দুল কাদের সিকদার।
প্রধান অতিথি মালদ্বীপ বিএনপির প্রশংসা করে বলেন, রাজনীতিকে কলুষমুক্ত করতে বিএনপিকেই নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে। পরাজিত শক্তি দেশের এই অভূতপূর্ব ঐক্য বিনষ্ট করার চক্রান্ত করছে। আমরা কেউ যেন এ ফাঁদে না পড়ি সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, বিএনপি আর্তমানবতার সেবায় এবং জনগণের কল্যাণে রাজনীতি করে। দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস বিএনপির অভিধানে নেই। এসব আওয়ামী রাজনীতির সংস্কৃতি। হাজার হাজার ছাত্র-জনতার রক্তের ঋণ পরিশোধ করতে ধৈর্য ধারণ করে আওয়ামী লীগের হরণ করা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাপূর্বক রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে।
এসএসএইচ
ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।