বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যেসব শিক্ষার্থী হামলা বা নির্যাতনের শিকার হয়েছে তারা সুনির্দিষ্ট অভিযোগ দিলে হামলাকারীর ছাত্রত্ব বাতিল করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যেসব শিক্ষার্থী হামলা বা নির্যাতনের শিকার হয়েছে তারা সুনির্দিষ্ট অভিযোগ দিলে হামলাকারীর ছাত্রত্ব বাতিল করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
শনিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপ-উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. কামাল বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন দুটি কমিটি রয়েছে। এর মধ্যে একটি কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর যারা নিপীড়ন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছে। নিপীড়নকারী যদি আমিও হই, তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রত্ব বাতিল হতে পারে, হলের সিট বাতিল হতে পারে এমনকি ফৌজদারী আইনে মামলাও করা হতে পারে।
এ ছাড়া সংবাদ সম্মেলনে চবি উপ-উপাচার্য ড. কামাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক বিষয় তুলে ধরেন। হলের আসন বরাদ্দ, ক্লাস চালু এবং শিক্ষার্থীদের নানা অভিযোগ সমাধানের আশ্বাস দেন।
আতিকুর রহমান/এমজে