সাতক্ষীরা কলারোয়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় মো. মানিক উদ্দিন (৩৪) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাতক্ষীরা কলারোয়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় মো. মানিক উদ্দিন (৩৪) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
এদিন বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।
তিনি বলেন, রোববার বেলা সাড়ে ১১টার দিকে কাকডাঙ্গা বিওপির নায়েক হরমুজের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস ৭ আরবি এর নিকট দিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মো. মানিক উদ্দিন চট্টগ্রাম জেলার নানুপুর থানার গামরিয়াতলা গ্রামের বাসিন্দা। তিনি ভারত থেকে সোনাই নদী পাড় হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিলেন।
মো. আশরাফুল হক বলেন, আটককৃত ব্যক্তি গত মে মাসে বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তাকে সাতক্ষীরা কলারোয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ইব্রাহিম খলিল/এএমকে