অবরোধ শেষ : খাগড়াছড়িতে যানবাহন চলাচল স্বাভাবিক

অবরোধ শেষ : খাগড়াছড়িতে যানবাহন চলাচল স্বাভাবিক

জুম্ম ছাত্র-জনতার ডাকে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শেষে খাগড়াছড়িতে যানবাহন চলাচল শুরু হয়েছে। সড়কে বেড়েছে মানুষজনের চলাচল। খুলেছে দোকানপাট।

জুম্ম ছাত্র-জনতার ডাকে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শেষে খাগড়াছড়িতে যানবাহন চলাচল শুরু হয়েছে। সড়কে বেড়েছে মানুষজনের চলাচল। খুলেছে দোকানপাট।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি থেকে ঢাকা-চট্টগ্রামের উদ্দেশ্যে দূরপাল্লার গাড়ি ছেড়ে গেছে। শহরের মধ্যে সব সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। 

খাগড়াছড়ি জিপ সমিতির সাজেক কাউন্টারের লাইনম্যান মো. আরিফ জানান, সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় সকাল সাতটার দিকে সাজেক থেকে পর্যটকবাহী গাড়ি খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। 

অবরোধের কারণে সাজেকে তিনদিন পর্যটকরা আটকে ছিলেন। শেষ দিকে খাবারসহ নানান সমস্যা দেখা দেয় তাদের। অবশেষ পর্যটকদের নিয়ে সকালে ১১২টি পিকআপ, জিপ, ২৩টি সিএনজি রওনা দিয়েছে। এর বাইরে শতাধিক মোটরসাইকেলে করে সাজেক ছাড়েন বহু পর্যটক।

এদিকে, খাগড়াছড়িতে সহিংসতার পর সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। জনজীবনে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, খাগড়াছড়ির পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সড়কে যানচলাচল শুরু হয়েছে। 

মোহাম্মদ শাহজাহান/জেডএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *