বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমন্বয়ক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমন্বয়করা বলেছেন, অধিকার সম্পর্কে সচেতন থাকলে বাংলাদেশে দ্বিতীয় স্বৈরাচারের জন্ম হবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমন্বয়ক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমন্বয়করা বলেছেন, অধিকার সম্পর্কে সচেতন থাকলে বাংলাদেশে দ্বিতীয় স্বৈরাচারের জন্ম হবে না।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের টিভি রুমে এ সভা হয়। এসময় স্বাধীন পরবর্তী বাংলাদেশ গড়তে পরামর্শ বা কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়েও অভিযোগ ও পরামর্শ দিতে বলা হয়।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে ওয়াহিদউজ্জামান (ঢাবি), আকরাম হোসাইন রাজ (ঢাবি), আশরেফা খাতুন (ঢাবি), আবু বকর খান, (জবি), ফারহানা ফারিনা (জাবি), মুইনুল ইসলাম (ঢাকা কলেজ), বিশ্বজিৎ দত্ত (খুবি), তৌহিদ ইসলাম শুভ (এনইউবি), মো. বাবু খান (ডিআইইউ), জান্নাত (বদরুন্নেসা কলেজ) উপস্থিত ছিলেন। এছাড়া ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সমন্বয়করা বলেন, যারা ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নির্যাতন করতেছে। তাদের অবশ্যই বিচার হবে। যারা শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত ছিল তাদের কেউ চিনে থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। যদি প্রশাসন কাজ না করে তাহলে আমরা এটা নিয়ে তদারকি করব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশরেফা খাতুন বলেন, আমরা রাজনীতির বিরোধিতা করছি না, আমরা অপরাজনীতি এবং যারা আদর্শের নাম করে দখলদারিত্ব, অত্যাচারের রাজনীতি করেছে তার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। এখন সবাইকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। তাহলে আর দ্বিতীয় স্বৈরাচারের জন্ম হবে না।
রাকিব হোসেন/জেডএস