মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি গ্রামে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে যশোরে একজন ও বিকেলে মাগুরা সদর হাসপাতালে অপর ব্যক্তি মারা যান।
মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি গ্রামে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে যশোরে একজন ও বিকেলে মাগুরা সদর হাসপাতালে অপর ব্যক্তি মারা যান।
মৃতরা হলেন-ধনেশ্বরগাতি গ্রামের শ্রীরাম গোসাইয়ের ছেলে দিগন্ত গোসাই (২২) ও মনোরঞ্জন দাসের ছেলে সবুজ দাস (২৬)। এ ঘটনায় মদপানে অসুস্থ আরেকজনের নাম অনিমেষ গোশাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধনেশ্বরগাতি গ্রামের বাসিন্দা প্রতিবেশী দিগন্ত ও সবুজ পেশায় শ্রমিক ছিলেন।
সোমবার দিবাগত রাতে তারা মদপান করেন। মধ্য রাতে অসুস্থ হয়ে পড়লে দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাদের যশোর ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার সকালে সবুজ যশোরে ও বিকেলে মাগুরা সদর হাসপাতালে দিগন্ত মারা যান।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস বলেন, অতিরিক্ত মদপান করে অসুস্থ হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালেই একজনের মৃত্যু হয়। অপরজনকে যশোরে নেওয়ার পর মৃত্যু হয়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, দুইজন যুবক মদপানে মারা গেছেন এমন তথ্য পেয়েছি। মরদেহ ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ওসি আরও বলেন, এ ঘটনায় শালিখা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
এএমকে