অজি দলকে বড় ব্যবধানে হারাল আফিফ-ইমনরা

অজি দলকে বড় ব্যবধানে হারাল আফিফ-ইমনরা

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মেলবোর্ন রেনেগেডসকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। পারভেজ হোসেন ইমনের ঝোড়ো ব্যাটিংয়ে আকবর আলীর নেতৃত্বাধীন দলটি ৬ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে। সেই লক্ষ্য তাড়ায় মাত্র ৯৩ রানেই অলআউট হয়ে যায় মেলবোর্ন। ফলে লাল-সবুজের প্রতিনিধিরা ৭৭ রানের বড় জয় পেয়েছে।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মেলবোর্ন রেনেগেডসকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। পারভেজ হোসেন ইমনের ঝোড়ো ব্যাটিংয়ে আকবর আলীর নেতৃত্বাধীন দলটি ৬ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে। সেই লক্ষ্য তাড়ায় মাত্র ৯৩ রানেই অলআউট হয়ে যায় মেলবোর্ন। ফলে লাল-সবুজের প্রতিনিধিরা ৭৭ রানের বড় জয় পেয়েছে।

৯ দলের অংশগ্রণে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ চলছে অস্ট্রেলিয়ায়। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজে আজ (রোববার) ডারউইনে মেলবোর্নের বিপক্ষে খেলতে নামে ‘এ’। যদিও আগে ব্যাটিংয়ে নেমে তাদের শুরুটা খুব একটা সুখকর ছিল না। প্রথম ওভারে দারুণ শুরুর পরের ওভারেই দলীয় ১৯ রানে আউট হয়ে যান ওপেনার তানজিদ হাসান তামিম। ফলে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ।

পরে জিসান আলমকে সঙ্গে নিয়ে হাল ধরেন ওয়ানডাউনে নামা পারভেজ ইমন। যদিও জিসান ফিরে যান ১০ বলে মাত্র ১০ রান করে। এর পরের বলেই শূন্য রানে আউট আফিফ হোসেন ধ্রুব-ও। চতুর্থ উইকেট জুটিতে দলকে শক্ত অবস্থানে নেওয়ার লড়াই চালান ইমন ও আকবর আলী। ২ ছয় ও ১ চারের মারে আকবর আলী ২১ রান (১৮ বল) তুলেই ফিরে যান, ততক্ষণে ১১ ওভারে দল ৯২ রান পেয়ে যায়। শেষদিকে আউট হওয়া ইমন দলের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৬৯ রান করেন। এ ছাড়া ২৫ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন শামীম হোসেন পাটোয়ারী।

১৭১ রানের বড় লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ইনিংসে নেমে সুবিধা করতে পারেনি মেলবোর্ন। ১৫.২ ওভারেই উইল সাদারল্যান্ডের নেতৃত্বাধীন দলটি গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। কেবল পাঁচজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। মেলবোর্নের হয়ে সর্বোচ্চ জশ ব্রাউন ১৯ এবং মার্কাস হ্যারিস করেছেন ১৮ রান।

বিপরীতে এইচপি দলের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রিপন মন্ডল ও রাকিবুল হাসান। এ ছাড়া আবু হায়দার রনি এবং আলিস ইসলাম নিয়েছেন ২টি করে উইকেট শিকার করেছেন। টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল তাসমানিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ এইচপি।

এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *