৮ নভেম্বর ইতিহাসের স্মরণকালের সেরা র‍্যালি হবে : আমিনুল হক

৮ নভেম্বর ইতিহাসের স্মরণকালের সেরা র‍্যালি হবে : আমিনুল হক

৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ঢাকার নয়াপল্টনে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা র‍্যালি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ঢাকার নয়াপল্টনে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা র‍্যালি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির সাংগঠনিক যৌথ সভায় এসব কথা বলেন তিনি।

আমিনুল বলেন, ৮ নভেম্বরের বর্ণাঢ্য র‍্যালি নিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। থানা ওয়ার্ড ও ইউনিটের সব পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি সফল করতে হবে। ঐদিন কেউ ঘরে বসে থাকতে পারবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে নিরলস পরিশ্রম করে সংগঠনকে ধরে রেখেছেন বলে উল্লেখ করেন আমিনুল। তিনি বলেন, আজকে দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের ওপরে বিশ্বাস ও আস্থা রেখে কমিটি দিয়েছেন। আমরা প্রত্যেকেই ঈমানী দায়িত্ব মনে করে তা পালন করব।

বিএনপির এই নেতা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে এখন থেকে সবাইকে কাজ করতে হবে। কীভাবে সংগঠনকে শক্তিশালী করা যায়, বিএনপির প্রতি মানুষের যে প্রত্যাশা-ভালোবাসা সেটা পূরণ করতে হবে। বিএনপির ধানের শিষের প্রতীককে মানুষের ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারি তার লক্ষ্যে কাজ করতে হবে।

অন্তবর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়ে আমিনুল বলেন, গত ১৫ বছর ধরে জনগণ ভোট দিতে পারে নাই। এখন তারা ভোট দিতে চায়। তাই অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন।

নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাকের সঞ্চালনায় মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি বক্তব্য রাখেন।

এএইচআর/এমজে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *