শুরুতেই ধাক্কা খেতে হলো বাংলাদেশকে। আগের ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল বাড়ালেন দলের বিপদ। রবিচন্দ্রন অশ্বিনের বলটা ছিল অনেকটাই বাইরে। সেঞ্চুরির পথে মুমিনুল খেলেছিলেন অনেকগুলো সুইপ শট। সেই পথেই পা বাড়ালেন এবারেও।
শুরুতেই ধাক্কা খেতে হলো বাংলাদেশকে। আগের ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল বাড়ালেন দলের বিপদ। রবিচন্দ্রন অশ্বিনের বলটা ছিল অনেকটাই বাইরে। সেঞ্চুরির পথে মুমিনুল খেলেছিলেন অনেকগুলো সুইপ শট। সেই পথেই পা বাড়ালেন এবারেও।
কিন্তু ভারত ছিল প্রস্তুত। লেগ স্লিপে কেএল রাহুল নিয়েছেন সহজ ক্যাচ। প্রথম দুই ওভারে দশ রান তোলার পরেই আউট হলেন মুমিনুল। বাংলাদেশের স্কোর এখন পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৩৮ রান।
দিনের তৃতীয় ওভারে ধাক্কা খাওয়ার আগে অবশ্য বাংলাদেশের শুরুটা ছিল ভালোর ইঙ্গিত। দ্বিতীয় ইনিংসে পঞ্চম দিনের শুরুর বলেই রান নিয়েছিলেন মুমিনুল। সাদমান ইসলামের ব্যাট থেকে এসেছিল বাউন্ডারি। পরের ওভারে যশপ্রীত বুমরার ওভার থেকেও এসেছে ৫ রান। সেখানেও ছিল সাদমানের বাউন্ডারি।
এরপরেই টাইগার ইনিংসে আঘাত হানেন অশ্বিন। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ১৪ রানে। এরপরেই তাদের লক্ষ্য থাকবে স্কোর বাড়িয়ে নেয়ার।
এর আগে চতুর্থ দিনে ইতিহাসগড়া ইনিংসের সুবাদে মাত্র ৩৫ ওভার ব্যাট করেই বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৫২ রানের লিড দাঁড় করায় ভারত। বিপরীতে খেলতে নেমে ১০ রানেই বিদায় নেন ওপেনার জাকির হাসান। নাইটওয়াচম্যান হিসেবে নেমে হাসান মাহমুদও এদিন হয়েছিলেন ব্যর্থ।
জেএ