বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে সব শহীদের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যুবদলের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে আমতলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে সব শহীদের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যুবদলের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে আমতলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু।
তিনি বলেন, আমরা এই খোলা মাঠে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি মানে আমি আমার বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা ১৭ বছর খোলা মাঠে কথা বলা তো দূরের কথা, আমরা নিজ ঘরে ঘুমাতে পারিনি। এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকটি নেতাকর্মীর নামে বহু মামলা দেওয়া হয়েছে। আমাদের বাক স্বাধীনতা, আমাদের নাগরিক অধিকার, আমাদের ভোটাধিকারসহ সব অধিকার এই খুনি হাসিনা কেড়ে নিয়েছিল।
আবু জাহিদ ডাবলু বলেন, বাংলাদেশের মানুষ তারা ভাবতে শুরু করেছিল তিনি (শেখ হাসিনা) মনে হয় যতদিন বেঁচে থাকবে ততদিন রাজ্যের ক্ষমতায় থাকবে। আল্লাহর অশেষ রহমতে এই ছোট ছোট শিক্ষার্থীরা আজকের এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমি তাদেরকে স্যালুট জানাই। আজকে আমি বলব ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। পাশাপাশি আমি সকল সাধারণ নাগরিক এবং সকলের কাছে আহ্বান জানাব আপনারা আইনশৃঙ্খলা রক্ষা করতে সার্বিকভাবে সহযোগিতা করবেন।
যুবদলের মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ১নং ওয়ার্ড যুব দলের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল কাফির সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু কাউন্সিলর, পৌর যুবদলের আহবায়ক আলী শাহীন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমনুর রহমান, পৌর যুব দলের সদস্য সচিব মাসুম রানা সবুজ প্রমুখ।
ইব্রাহিম খলিল/আরকে