হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশ নারী দল। যার প্রস্তুতিতে তারা দুটি গা গরমের ম্যাচ খেলবে। এরমধ্যে প্রথমটিতে গতকাল শ্রীলঙ্কান মেয়েদের মুখোমুখি হয় নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচটিতে তারা হেরে গেছে ৩৩ রানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশ নারী দল। যার প্রস্তুতিতে তারা দুটি গা গরমের ম্যাচ খেলবে। এরমধ্যে প্রথমটিতে গতকাল শ্রীলঙ্কান মেয়েদের মুখোমুখি হয় নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচটিতে তারা হেরে গেছে ৩৩ রানে।

কিছুদিন আগে ‘এ’ দলের ব্যানারে শ্রীলঙ্কায় খেলতে গিয়েছিল বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটাররা। যদিও সেখানে লঙ্কানরা ঠিকই ‘এ’ দল নামিয়েছিল। পরে সেখান দাপট দেখিয়ে বাংলাদেশ সিরিজ জিতেছিল ৩-১ ব্যবধানে। প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির বাধায়। তবে বাস্তবতা আসলে কি, সেটা আগের চার বিশ্বকাপে কোনো জয় না পাওয়া বাংলাদেশকে দেখালো লঙ্কানরা। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

শনিবার দুবাইয়ের আইসিসি একাডেমিতে আগে ব্যাট করতে নেমে লঙ্কান মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান করে। তাদের হয়ে ৩৯ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন হাসিনি পেরেরা। এ ছাড়া নিলাকশিকা সিলভা করেন ২৩ বলে ৩০ এবং হার্শিতা সামারাবিক্রমা ২৭ বলে ২৯ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন স্বর্ণা আক্তার।

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে জ্যোতির দল ৯ উইকেট হারিয়ে ১১০ রান তুলতেই পারে নির্ধারিত ওভার শেষ হয়ে যায়। অবশ্য এতদূরও যাওয়া হতো না টাইগ্রেসদের। কারণ মাত্র ৩৯ রানেই তারা ৫ উইকেট হারিয়ে বসে। অন্য সময়ের মতো এই ম্যাচেও একাই লড়াই করলেন বাংলাদেশ অধিনায়ক। দলের হয়ে ব্যক্তিগত জ্যোতি সর্বোচ্চ ৩৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।

এ ছাড়া ১৬ বলে ২৫ রান করেন দিশা বিশ্বাস। তার সঙ্গে দশম উইকেটে জুটি বেধে জ্যোতি দলের স্কোরবোর্ডে ৪০ রান যোগ করেন। অন্যথায় হয়তো দলীয় একশ রানও পাওয়া হতো না টাইগ্রেসদের। শেষ পর্যন্ত তারা মাঠ ছাড়ে ৩৩ রানের হার নিয়ে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আগামীকাল (সোমবার) বাংলাদেশের মেয়েরা পাকিস্তানের মুখোমুখি হবে।

এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *