স্পেনে আকস্মিক বন্যায় ভয়াবহ বিপর্যয়, নিহত ছাড়িয়ে গেল দেড়শ

স্পেনে আকস্মিক বন্যায় ভয়াবহ বিপর্যয়, নিহত ছাড়িয়ে গেল দেড়শ

স্পেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভ্যালেন্সিয়ায় আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়ে গেছে। প্রবল এবং টানা বর্ষণের জেরে গত বুধবার প্রদেশটির বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয় বলে জানিয়েছে ভ্যালেন্সিয়ার প্রাদেশিক সরকার।

স্পেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভ্যালেন্সিয়ায় আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়ে গেছে। প্রবল এবং টানা বর্ষণের জেরে গত বুধবার প্রদেশটির বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয় বলে জানিয়েছে ভ্যালেন্সিয়ার প্রাদেশিক সরকার।

জীবিতদের সন্ধানে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছেন দেশটির উদ্ধারকর্মীরা। এমনকি ড্রোনের মাধ্যমেও চালানো হচ্ছে অনুসন্ধান। শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক প্রজন্মের মধ্যে স্পেনের সবচেয়ে ভয়াবহ বন্যায় অন্তত ১৫৮ জন মারা গেছেন। উদ্ধারকারীরা এখনও জীবিতদের খুঁজে বের করার জন্য তাদের লড়াই চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার ১২০০ জনেরও বেশি কর্মী ড্রোনের সাহায্যে উদ্ধার অভিযানে নিযুক্ত ছিলেন। এছাড়া বৃষ্টিপাত এখনও দেশের কিছু অংশকে হুমকির মুখে ফেলেছে।

স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন এবং সেখানে ক্ষতিগ্রস্তদের বলেছেন, “এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যতটা সম্ভব জীবন বাঁচানো।”

বিবিসি বলছে, স্পেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভ্যালেন্সিয়ায় কমপক্ষে ১৫৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়া প্রদেশের পশ্চিমে অবস্থিত কাস্টিলা-লা মাঞ্চায় আরও দুজনের এবং আন্দালুসিয়ায় একজন ব্রিটিশ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে রেকর্ড করা হয়েছে।

নদীর পানিতে তলিয়ে যাওয়ার পর ভ্যালেন্সিয়ার পাইপোর্টা শহরে এখন পর্যন্ত কমপক্ষে ৪০ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। মূলত আকস্মিক এই বন্যার ফলে পানিতে অনেক গাড়ি ভেসে যায়, গ্রামের রাস্তাঘাট নদীতে পরিণত হয়।

তাছাড়া দেশটির অনেক রেললাইন ও মহাসড়কেও বিপর্যস্ত অবস্থার সৃষ্টি হয়।

সাম্প্রতিক বছরগুলোতে স্পেন এই ধরনের শরৎকালীন ঝড়ের কবলে পড়েছে। তবে গত কয়েকদিনের ধ্বংসযজ্ঞ আগের সব অবস্থাকে ছাড়িয়ে গেছে। দুর্গম অঞ্চলে এখনও অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

টিএম

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *