স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিয়েছেন চাটখিল উপজেলার নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শেখ এহসান উদ্দিন। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ল্যাব ক্লাস নেন তিনি। 

নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিয়েছেন চাটখিল উপজেলার নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শেখ এহসান উদ্দিন। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ল্যাব ক্লাস নেন তিনি। 

সোমবার (৪ নভেম্বর) দুপুরে প্রায় আধা ঘণ্টা ল্যাব ক্লাস নেন তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য রাখেন।

ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশে শেখ এহসান উদ্দিন বলেন, নিয়মিত পড়াশোনা ছাড়া ভালো ফলাফল অর্জন করা সম্ভব নয়। অধ্যবসায়ী মানুষ সফল হবেই। মন দিয়ে পড়াশোনা করতে হবে। যার স্কিল বেশি থাকবে তার প্রায়োরিটি বেশি থাকবে। চাকরির বাজারে চাহিদাও বেশি থাকবে। তথ্য ও প্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করতে হবে। তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধন করে নিজেদেরকে সেরা স্থানে নিয়ে যেতে হবে। বাবা-বাবা-মায়ের কথা শুনতে হবে। শিক্ষকরা যে পড়াশোনা দেন তা জমিয়ে রাখা যাবে না। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। কখনো হতাশ হবে না। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে।নুসরাত জাহান নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন, ইউএনও স্যার যখন ক্লাসে ঢোকেন, তখন বুঝতেই পারিনি তিনি ইউএনও। অল্প সময়ের জন্য হলেও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি আমাদের ক্লাস নেবেন কখনো কল্পনাও করিনি। আমাদের লেখাপড়া শিখে বড় হওয়ার উৎসাহ দিয়েছেন। আমরা ওনার কথাগুলো স্মরণ রাখবো।

সাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম স্বপন ঢাকা পোস্টকে বলেন, ইউএনও স্যার আকস্মিক স্কুলে এসে বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে লেখাপড়ার খোঁজ-খবর নিয়েছেন। এরপর শিক্ষকদের সঙ্গে স্কুলের নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। স্যারকে এভাবে পেয়ে আমরা সবাই খুশি। শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে।

চাটখিল উপজেলার নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শেখ এহসান উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আজকে  সাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন করেছি। তবে অষ্টম শ্রেণির ল্যাব ক্লাস নিতে গিয়ে ভালো লেগেছে। তাদেরকে বিভিন্ন পরামর্শ দিতে পেরেছি। এছাড়াও বিদ্যালয়গুলোর অ্যাসেম্বলি নিশ্চিত করা হয়, শিক্ষার মানোন্নয়নে সব শিক্ষকগণের সঙ্গে মিটিং অনুষ্ঠিত হয়। এছাড়া, টাইম ম্যানেজমেন্ট, প্ল্যানিং ও ক্যারিয়ার নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, প্রতিটি প্রতিষ্ঠানে সপ্তাহে একদিন এক্সট্রা কারিকুলার ক্লাব অ্যাক্টিভিটি চালু করা হবে। বিতর্ক ক্লাব, ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব, আইসিটি ক্লাবসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমকে উজ্জীবিত করণের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানমুখী করে তোলা হবে। খুব শিগগিরই উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্র ও শনিবার হলিডে স্কুল চালু করা হবে। এতে ইংরেজি ভাষা শিক্ষা, উপস্থাপনা, ক্যারিয়ার কাউন্সেলিং, বিতর্ক ও প্রোগ্রামিংসহ বিভিন্ন প্রতিভা অন্বেষণমূলক প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হবে।

হাসিব আল আমিন/এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *