নয়টি দলের অংশগ্রহণে অস্ট্রেলিয়ায় চলছে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটসহ চারটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাকি তিন দল হচ্ছে– পাকিস্তানের শাহিনস ও অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড স্ট্রাইকার্স ও এনটি (নর্দার্ন টেরিটরি) স্ট্রাইক। আগামীকাল (রোববার) চার দলই দুই সেমিফাইনালের লড়াইয়ে নামবে।
নয়টি দলের অংশগ্রহণে অস্ট্রেলিয়ায় চলছে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটসহ চারটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাকি তিন দল হচ্ছে– পাকিস্তানের শাহিনস ও অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড স্ট্রাইকার্স ও এনটি (নর্দার্ন টেরিটরি) স্ট্রাইক। আগামীকাল (রোববার) চার দলই দুই সেমিফাইনালের লড়াইয়ে নামবে।
ডারউইনে চলমান এই টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনালও হবে একই ভেন্যুতে। প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এইচপির মুখোমুখি হবে এনটি স্ট্রাইক। একই সময়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। সেই ম্যাচে পাকিস্তান শাহিনস ও বিগ ব্যাশের দল অ্যাডিলেইড স্ট্রাইকার্স পরস্পরের মোকাবিলা করবে।
পরবর্তীতে একই দিনে আবার টপ এন্ড টুর্নামেন্টের ফাইনালও অনুষ্ঠিত হবে। দুই সেমিফাইনালে বিজয়ী দল চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে কাল রাত সাড়ে ১২টায়।
এর আগে আজ (শনিবার) প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে আকবর আলির নেতৃত্বাধীন বাংলাদেশ এইচপি পার্থ স্করচার্সকে হারিয়েছে। চলমান সিরিজে নিজেদের প্রথম ৫ ম্যাচে ২ জয়ের বিপরীতে ৩ ম্যাচে হেরেছিল এইচপি। তাই সেমির দৌড়ে টিকে থাকতে হলে আজ তাদের সামনে জয়ের বিকল্প ছিল না। সেই সমীকরণ তারা পূর্ণ করেছে। ছয় ম্যাচে তিন জয়ে নেট রানরেটের হিসাবে সেমি নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান করে পার্থ। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় এইচপি। অধিনায়ক আকবরের ব্যাট থেকে এসেছে ৩৩ বলে সর্বোচ্চ ৩৫ রান। এ ছাড়া শেষদিকে মাহফুজুর রাব্বি ১৩ বলে ৩২ রানের ঝোড়ো ক্যামিওতে এইচপির জয় নিশ্চিত করেন। এর আগে প্রথম ইনিংসে এইচপির হয়ে দুইটি করে উইকেট শিকার করেছেন রিপন মন্ডল ও রকিবুল হাসান। তাছাড়া একটি উইকেট পেয়েছেন আবু হায়দার রনি।
এএইচএস