সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী ঠোঁট কাটা আলতাফসহ গ্রেপ্তার ১৪

সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী ঠোঁট কাটা আলতাফসহ গ্রেপ্তার ১৪

রাজধানীর উত্তরায় শীর্ষ সন্ত্রাসী আলতাফ হোসেন ওরফে ঠোঁট কাটা আলতাফসহ ১৪ জনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর উত্তরায় শীর্ষ সন্ত্রাসী আলতাফ হোসেন ওরফে ঠোঁট কাটা আলতাফসহ ১৪ জনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়।

জানা গেছে, ঠোঁট কাটা আলতাফের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ১০টি মামলা রয়েছে। এছাড়াও, গত ৫ আগস্ট উত্তরা পূর্ব থানার অস্ত্র লুটের সঙ্গে আলতাফ এবং তার বাহিনীর সংশ্লিষ্টতা রয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

আইএসপিআর জানায়, ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ৩০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড রাজধানীর উত্তরার ৮ নম্বর সেক্টর এবং দক্ষিণখানের মধ্যবর্তী বাইদা বস্তি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের হোতা শীর্ষ সন্ত্রাসী আলতাফ হোসেন ওরফে ঠোঁট কাটা আলতাফকে গ্রেপ্তার করা হয়।

এ সময় অভিযানে তার ১৩ জন সহযোগীকেও গ্রেপ্তার করে সেনাবাহিনী। তারা হলনে- মো. সোহাগ, মো. শামীম, মো. নবী, মো. সুলতান, মো. সোহেল, মো. আশিক, মো. সুমন ইসলাম, মো. শাহিন, মো. শরিফুল, মো. সাগর, মোছা. ময়না বেগম, সেলিনা, মোছা. রহিমা।

নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায়, বাইদা বস্তি অপরাধের এক অভয়ারণ্য যা ব্যবহার করে মাদক কারবারি, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক ঠোঁট কাটা আলতাফ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন। গ্রেপ্তারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য উত্তরা পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

আইএসপিআর আরও জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এমএসি/এমএসএ  

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *