সুন্নাহর আলোকে জাতীয় সমস্যা থেকে উত্তরণ সম্ভব : ফয়জুল করীম

সুন্নাহর আলোকে জাতীয় সমস্যা থেকে উত্তরণ সম্ভব : ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরে দেশের জনগণ বিভিন্ন দলের শাসন দেখেছে। এমনকি তারা নাগরিক ও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। অধিকার বঞ্চিত মানুষ অধিকার ফিরে পেতে গত ৫ আগস্ট নতুনভাবে দেশকে স্বাধীন করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরে দেশের জনগণ বিভিন্ন দলের শাসন দেখেছে। এমনকি তারা নাগরিক ও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। অধিকার বঞ্চিত মানুষ অধিকার ফিরে পেতে গত ৫ আগস্ট নতুনভাবে দেশকে স্বাধীন করেছে।

সোমবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে এক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি সুন্নাহকে উপেক্ষা করে মানব রচিত বুর্জোয়া নীতি আদর্শের মাধ্যমে রাষ্ট্র ও সমাজ পরিচালনার কারণেই দেশের সর্বস্তরের নাগরিকদের এসব সমস্যা পোহাতে হচ্ছে। সুন্নাহর আলোকে জাতীয় সম্পদের অপব্যবহার রোধের মাধ্যমে এসব জাতীয় সমস্যা থেকে উত্তরণ সম্ভব।

মুফতী ফয়জুল করীম বলেন, নববী আদর্শ বাদ দিয়ে মানব রচিত কুফরি মতবাদের অনুসরণ ও অনুকরণ করলে কিয়ামত পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলামী অনুশাসন বাদ দিয়ে অন্য কোনো বুর্জোয়া মতবাদের প্রাধান্য দেওয়া কখনোই বুদ্ধিমান শাসকদের কাজ হতে পারে না।

তিনি বলেন, এখানকার রাজনীতির ধরণ দেখলে মনে হয় দেশ প্রাকসভ্য পর্যায়ে রয়েছে। এজন্য এখন প্রয়োজন নববী আদর্শের আলোকে দেশকে নতুনভাবে গড়ে তোলা।

এমজে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *