সিলেটে ৮ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটে ৮ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটের সীমান্ত এলাকায় টাস্কফোর্সের অভিযানে ৮ কোটি ২ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত বিজিবির সিলেট ব্যাটালিয়ন জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী রাধানগর এলাকায় অভিযান চালিয়ে চোরাই পণ্যগুলো জব্দ করে। 

সিলেটের সীমান্ত এলাকায় টাস্কফোর্সের অভিযানে ৮ কোটি ২ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত বিজিবির সিলেট ব্যাটালিয়ন জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী রাধানগর এলাকায় অভিযান চালিয়ে চোরাই পণ্যগুলো জব্দ করে। 

সিলেট ব্যাটালিয়নের  (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাটের সীমান্তবর্তী রাধানগর এলাকায় সিলেট ব্যাটালিয়নের (বিজিবি-৪৮) উপ-অধিনায়ক মেজর মো.নূরুল হুদার নেতৃত্বে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় শাড়ী-২ হাজার ৯০৭ পিস, কাশ্মীরি শাল- ১ হাজার ১৬২ পিস, থ্রি পিস-৪১৩ পিস, বিভিন্ন প্রকার থান কাপড়-১২ হাজার ৪৩৫ মিটার, ব্লেজারের থান কাপড়-১ হাজার ১৬০ মিটার, মকমলের সোভার কভার-১ হাজার ৫৫৬ মিটার, বিভিন্ন প্রকার ক্রিম-৪৪ হাজার ৭২২ পিস, পন্ডস ফেস ওয়াশ-১ হাজার ৬৬৯ পিস, জনসন বেবি লোশন-৬১২ পিস, ব্রিকস চকলেট-২ লাখ ৬২ হাজার ৯৯০ পিস, ই-ক্যাপ ট্যাবলেট-১৩ হাজার ২৬০ পিসসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়। যার মূল্য ৮ কোটি ২লাখ ৩১ হাজার ১৫০ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালে ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানকালে সেনাবাহিনীর ২৭ বীর মেজর তাহমিদুল ইমাম ও গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো.সাইদুল ইসলামসহ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মাসুদ আহমদ রনি/আরএআর

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *