সালাউদ্দিনকে বাংলাদেশের কোচ করা নিয়ে যা বলছেন ফারুক

সালাউদ্দিনকে বাংলাদেশের কোচ করা নিয়ে যা বলছেন ফারুক

মাসখানেক সময় ধরে মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের কোচ হচ্ছেন– এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। টাইগার ক্রিকেটের ভক্তরাও চাচ্ছিলেন যেন জাতীয় দলের কোচিংয়ে আসেন তিনি। সেই গুঞ্জন সত্যি হলো আজ (মঙ্গলবার)। সালাউদ্দিনকে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। 

মাসখানেক সময় ধরে মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের কোচ হচ্ছেন– এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। টাইগার ক্রিকেটের ভক্তরাও চাচ্ছিলেন যেন জাতীয় দলের কোচিংয়ে আসেন তিনি। সেই গুঞ্জন সত্যি হলো আজ (মঙ্গলবার)। সালাউদ্দিনকে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। 

সেখানে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বিসিবি মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত। দুই দশক ধরে কোচিং করানো সালাউদ্দিন এর আগে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেছেন সালাউদ্দিন। সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে তিনি দলকে আইসিসি বিশ্বকাপ লিগের চতুর্থ ডিভিশনেও উন্নীত করেন।’

এসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করা সালাউদ্দিন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল কোচ। বিপিএলে একাধিক আসরে শিরোপা জেতা এই কোচ ঢাকা প্রিমিয়ার লিগেও পেয়েছেন চ্যাম্পিয়ন ট্রফি। 

সালাউদ্দিনকে জাতীয় দলের কোচ নিয়োগ দেওয়া নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘আমি যখন বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছি, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশের যোগ্য ব্যক্তিদের সর্বোচ্চ পর্যায়ে অবদান রাখার সুযোগ দেবো। সালাউদ্দিনের অভিজ্ঞতা, জ্ঞান ও মেধা তাকে এই জায়গায় যোগ্য করে তুলেছে। আমি বিশ্বাস করি, এখন আরও অনেক বাংলাদেশি কোচদের সিস্টেমে অন্তর্ভুক্ত করার সময় এসেছে।’

এসএইচ/এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *