সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার আট মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম মণ্ডলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার আট মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম মণ্ডলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে সাভার থানার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, বুধবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর এলাকায় র্যাবের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সেলিম মণ্ডল সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রাইন এলাকার মৃত ইব্রাহিম মণ্ডলের ছেলে। তিনি সাবেক সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুর থেকে র্যাবের একটি টিম সেলিম মণ্ডলকে গ্রেপ্তার করে। পরে সাভার মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়।
সাভার থানার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল ) শাহীনুর কবির ঢাকা পোস্টকে বলেন, র্যাবের একটি টিম মিরপুরে অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করেছে। পরে সাভার মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়। সেলিমের বিরুদ্ধে সাভার মডেল থানায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় আটটি মামলা আছে। তবে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। এছাড়াও সেলিমের বিরুদ্ধে নিজের স্ত্রীকে হত্যার মামলাও আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
লোটন আচার্য্য/এফআরএস