সমবায়ের দুর্নীতিবাজ অফিসারদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

সমবায়ের দুর্নীতিবাজ অফিসারদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

সমবায় অধিদপ্তরের দুর্নীতিবাজ অফিসারদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সমবায়ের কর্মকর্তা কর্মচারীরা। বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তারা।

সমবায় অধিদপ্তরের দুর্নীতিবাজ অফিসারদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সমবায়ের কর্মকর্তা কর্মচারীরা। বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তারা।

সমবায় অধিদপ্তর ও সমবায় সেক্টর হতে ফ্যাসিস্ট দুর্নীতিবাজ সিন্ডিকেটের কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ এবং বিচারের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘আমরা সমবায়ী।’

এতে বক্তব্য রাখেন- আইডিয়াল কোঅপারেটিভ সোসাইটি লি.এর আবুল কাসেম, কিংশুক বহুমুখী সমবায় সমিতির লি.এর বিল্লাল লোকমান, সমবায় উন্নয়ন ফোরামের মো. মজিবুর রহমান, চেতনা বহুমুখী সমবায় সমিতির লি. এর মো. আনোয়ারুল হক, ইয়েস মাল্টিপারপাস কো. সো. লি. সাব্বির হোসেন।

বক্তারা বলেন, বিগত ১৬ বছরের আওয়ামী ফ্যাসিস্ট শাসনের অবসান হওয়ায় দেশের সব সরকারি প্রতিষ্ঠানগুলোতে সুশাসন প্রতিষ্ঠা হতে শুরু করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা বন্ধে বিভিন্ন পর্যায়ে সংস্কারের পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই আন্দোলন বা সংস্কারের কোনো ছোঁয়াই লাগেনি সমবায় অধিদপ্তরে। এখানে এখনো চলছে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের শাসন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময়ে যে সকল কর্মকর্তাদের দিয়ে সমবায় অধিদপ্তরের প্রশাসন সাজিয়ে ছিল এখনও তারাই স্বপদে বহাল রয়েছে।

তারা বলেন, সমবায় অধিদফতরের ডিজি, অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন) ও উপনিবন্ধক (প্রশাসন) এখনও তাদের পদে বহাল থেকে সীমাহীন স্বেচ্ছাচারিতার মাধ্যমে সকল সাধারণ কর্মচারীদের অতিষ্ঠ করে তুলেছেন।তারা আরো বলেন, সাধারণ সমবায়ী ও কর্মকর্তা-কর্মচারীদের সুষ্ঠু কাজের পরিবেশ ফিরিয়ে আনার জন্য আওয়ামী সিন্ডিকেট ভেঙ্গে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করে বিচার করার দাবি জানান তারা।

এমএম/এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *