সংস্কার হচ্ছে তথ্য কমিশন, জনকল্যাণে ব্যবহৃত হবে তথ্য অধিকার আইন

সংস্কার হচ্ছে তথ্য কমিশন, জনকল্যাণে ব্যবহৃত হবে তথ্য অধিকার আইন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেছেন, তথ্য কমিশনকে সংস্কার করে তথ্য অধিকার আইনকে জনকল্যাণে ব্যবহার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। একইসঙ্গে তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেছেন, তথ্য কমিশনকে সংস্কার করে তথ্য অধিকার আইনকে জনকল্যাণে ব্যবহার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। একইসঙ্গে তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ সেপ্টেম্বর)তথ্য কমিশন বাংলাদেশের অডিটোরিয়ামে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন প্রণীত হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং সবার অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে সুশাসন নিশ্চিত করা হবে। তথ্য অধিকার আইন একটি সুখী সমৃদ্ধ, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার বলেও মন্তব্য করেন তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, তথ্য কমিশনের জনবল বাড়িয়ে প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়ানো প্রয়োজন। তথ্য কমিশনকে ঢেলে সাজানো ও বিদ্যমান তথ্য অধিকার আইনের সংশোধনের আহ্বানও জানান তিনি।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আ. হাকিম। সভাপতিত্ব করেন তথ্য কমিশন বাংলাদেশের পরিচালক এস এম কামরুল ইসলাম।

প্রসঙ্গত, প্রতি বছর ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য  জানার অধিকার দিবস উদযাপন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এ বছরের নির্ধারিত প্রতিপাদ্য হচ্ছে— ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’।

আরএইচটি/জেডএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *