শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার বিচারাধীন আসামি মনজিল হোসেনকে (২২) আটক করেছে র্যাব-১৪। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় শেরপুর সদর উপজেলার বেতমারী হাওড়াপার ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার বিচারাধীন আসামি মনজিল হোসেনকে (২২) আটক করেছে র্যাব-১৪। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় শেরপুর সদর উপজেলার বেতমারী হাওড়াপার ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মনজিল হোসেন শেরপুর সদর উপজেলার ঘুঘরাকান্দি গ্রামের ইয়ার মাহমুদের ছেলে।
র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতকারী আক্রমণ করে। তারা বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন-পূর্বক সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫শ ১৮ জন হাজতি ও কয়েদিকে পলায়ন করতে সহায়তা করে। এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক অভিযান শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল পৌনে ৫টায় শেরপুর জেলার সদর উপজেলার বেতমারী হাওড়াপার থেকে মহজিলকে আটক করা হয়।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মধ্যে বিষয়টি নিশ্চিত করেন। আটক কয়েদি মনজিল হোসেন ঘটনার দিন অন্যান্য কয়েদিদের সঙ্গে কৌশলে শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যায়। তাকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মো নাইমুর রহমান তালুকদার/এএমকে