শিল্পকলায় নাটক বন্ধের নিন্দা উদীচীর

শিল্পকলায় নাটক বন্ধের নিন্দা উদীচীর

শিল্পকলা একাডেমিতে নাটকের প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, এ ঘটনার মাধ্যমে দেশে সংস্কৃতি চর্চার পরিবেশকে বাধাগ্রস্ত করা হলো।

বিবৃতিতে উদীচীর নেতারা বলেন, শনিবার দেশ নাটকের ‘নিত্যপুরান’ নাটকের প্রদর্শনী চলার সময় শিল্পকলা একাডেমির গেটের বাইরে বিক্ষোভ শুরু করেন একদল ব্যক্তি। নাটকের দলটির একজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন তারা। এক পর্যায়ে ভেতরে ঢুকতে চাইলে নিরাপত্তা বিবেচনায় নাটকের শো বন্ধের নির্দেশ দেন শিল্পকলার মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। 

উদীচী মনে করে, এভাবে কোনো নাটকের শো বন্ধ করে দেওয়া প্রগতিশীল সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কোনোভাবেই সহায়ক নয়। কেউ দোষী হলে বা অন্যায় করলে তাকে দেশের প্রচলিত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনাটাই যুক্তিযুক্ত কাজ।

শিল্পকলায় কারা, কেন বিক্ষোভ করেছে, তাদের পরিচয় কী, সেখানে মুখোশধারী কেউ ঢুকে পরিস্থিতির ফায়দা লোটার চেষ্টা করছে কি না অথবা শিল্পকলার ভিতরের কেউ এর সঙ্গে জড়িত কি না, সেসব বিষয় খতিয়ে দেখে দ্রুত তদন্ত করার দাবিও জানান উদীচীর নেতারা।

বিবৃতিতে আরও বলা হয়, ছাত্র-জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা করছে মানুষ। যারা আন্দোলনে হতাহত হয়েছেন, তাদেরও অন্যতম লক্ষ্য ছিল বাকস্বাধীনতা ও মুক্তমত চর্চায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। কিন্তু ছাত্র-শ্রমিক-জনতার রক্তে অর্জিত বিজয়ের পর থেকেই কোনো কোনো গোষ্ঠী অনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা করছে। তারা প্রগতিবিরোধী, মানুষের মুক্তি চায় না। মানুষকে বিভ্রান্ত করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় তারা। নাটকের প্রদর্শনী বন্ধের মতো কাজ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অন্তরায় বলে মনে করেন উদীচীর নেতারা। 

দেশে অবিলম্বে সংস্কৃতি চর্চার অবাধ পরিবেশ নিশ্চিতের দাবি জানান উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক। একই সঙ্গে যারা মানুষের মুক্তিতে বিশ্বাসী তাদের ঘরে বসে না থেকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বানও জানান তারা। মানুষের মুক্তির সংগ্রাম অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে মন্তব্য করেন অধ্যাপক বদিউর রহমান ও অমিত রঞ্জন দে। 

এনএফ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *