‘শান্তি-শৃঙ্খলা ফেরাতে অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার করুন’

‘শান্তি-শৃঙ্খলা ফেরাতে অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার করুন’

দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধারের তাগিদ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধারের তাগিদ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের প্রতি এই আহ্বান জানান তিনি। 

এক মাসের অধিক সময় পার হলেও এখন পর্যন্ত নোয়াখালীর চাটখিল সোনাইমুড়ীতে কেন অবৈধ অস্ত্রধারীদের আটক করা সম্ভব হয়নি? প্রশাসনের প্রতি এমন প্রশ্ন রেখে তিনি বলেন, সন্ত্রাসীদের হাতে অস্ত্র থাকলে কখনোই আমাদের দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তাই সন্ত্রাসীদের গডফাদারদেরকে আটক করতে হবে এবং সন্ত্রাসীদের হাতে থাকা সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এইসব অবৈধ অস্ত্র বিএনপি, আওয়ামী লীগ, জায়ামাত যে দলের কাছে থাকুক, তাদেরকে আটক করতে হবে। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের সহযোগিতায় ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং সংসদ নির্বাচনের সময় ভোটকেন্দ্রগুলো দখল করে নিয়েছে। কেউ ভোট দিতে পারেনি, তারা জনগণের বিরুদ্ধে অসংখ্য গায়েবি মামলা দিয়েছে। আঠারো সালের নির্বাচনে পুলিশ আমাকেও গুলি করেছেন, চাটখিলে মামুনসহ চারজনকে গুম করেছে। তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার যত খাতে চুরি, লুটপাট ও ব্যাংক ডাকাতি করেছে তার বিচার করতে হবে।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, পৌর সভার সাবেক মেয়র মোস্তফা কামাল, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক দেওয়ান শামসুল আরিফিন শামীন, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন, আনিস আহমেদ হানিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুবদল নেতা তারেক আজিজ শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

হাসিব আল আমিন/আরকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *