ছাত্রদের অসহযোগ আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। খবরটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে শুরু হয় গণ-উল্লাস; সৃষ্টি হয় এক নতুন ইতিহাসের।
ছাত্রদের অসহযোগ আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। খবরটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে শুরু হয় গণ-উল্লাস; সৃষ্টি হয় এক নতুন ইতিহাসের।
কিন্তু, এই উল্লাসে মেতে উঠতে গিয়ে কিছু অতি উৎসাহী মানুষকে রাষ্ট্রীয় সম্পদে আঘাত হানতে দেখা যায়। বিভিন্ন স্থাপনায় ঘটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা। এতে দেশের সম্পদ বিনষ্ট না করে দেশবাসীকে সংযত হওয়ার অনুরোধ করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।
সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জনসাধারণের প্রতি অনুরোধ করেন তিনি। সেখানে নায়িকা লেখেন, ‘শান্তি চাই। লুটপাট, থানা আক্রমন, প্রতিহিংসা চাই না। আমরা সংযত হই, দ্বায়িত্ববান হই। প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না।’
পরীমণির এই পরামর্শ ও অনুরোধ ঘিরে তার অনুরাগীরা সহমত প্রকাশ করেন। নায়িকাকে প্রশংসা করতেও ভোলেননি তার ভক্তরা।
ডিএ