গল টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ৫ উইকেটে ৬০২ রান করেই তারা প্রথম ইনিংস ঘোষণা করেছে। সেঞ্চুরি করেছেন তিন লঙ্কান ব্যাটার (কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল ও কুশল মেন্ডিস)। এর মধ্যে অপরাজিত সর্বোচ্চ ১৮২ রান করার পথে কামিন্দু একটি রেকর্ড গড়েছেন। তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে টেস্টে ১০০০ রানের মাইলফলকে পৌঁছেছেন এই বাঁ-হাতি ব্যাটার।
গল টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ৫ উইকেটে ৬০২ রান করেই তারা প্রথম ইনিংস ঘোষণা করেছে। সেঞ্চুরি করেছেন তিন লঙ্কান ব্যাটার (কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল ও কুশল মেন্ডিস)। এর মধ্যে অপরাজিত সর্বোচ্চ ১৮২ রান করার পথে কামিন্দু একটি রেকর্ড গড়েছেন। তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে টেস্টে ১০০০ রানের মাইলফলকে পৌঁছেছেন এই বাঁ-হাতি ব্যাটার।
আগেরদিন ব্যাট করতে নেমে ব্যক্তিগত ফিফটি নিয়েই বিশ্বরেকর্ড গড়েছিলেন কামিন্দু মেন্ডিস। প্রথম কোনো ব্যাটার হিসেবে টেস্ট অভিষেক হওয়ার পর টানা ৮ ম্যাচেই ফিফটির বেশি রানের ইনিংস খেলেছেন। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিলকে। অভিষেকের পর যিনি টানা ৭ টেস্টে অন্তত একটি করে ফিফটি করেন। এ ছাড়া ছয়টি করে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার, ওয়েস্ট ইন্ডিজের বাসিল বুচার, পাকিস্তানের সাঈদ আহমেদ ও নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফ।
দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে সেই আগ্রাসী রূপ ধরে রেখেই আজ কিউইদের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন কামিন্দু। এটি ছিল তার ১৩তম টেস্ট ইনিংস, আর এরই মাঝে তিনি ফরম্যাটটিতে এক হাজার রান পূর্ণ করেছেন। যা বিশ্ব ক্রিকেটে যৌথভাবে তৃতীয় দ্রুততম। তার সমান ১৩ ইনিংসে টেস্টে ১০০০ রান করেছিলেন অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। সে হিসেবে কামিন্দু এখন টেস্টে সবচেয়ে দ্রুততম এক হাজার রান করা এশিয়ান ব্যাটার।
কামিন্দু ও ব্র্যাডম্যানের সামনে আছেন আর কেবল তিনজন। টেস্টে সর্বনিম্ন ১০ ইনিংসে এক হাজার রানের রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস। এরপর দ্বিতীয় দ্রুততম রানের এই কীর্তি গড়েছেন যৌথভাবে দুজন। এ ছাড়া ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ ও অস্ট্রেলিয়ার নেইল হার্ভে টেস্টে মাত্র ১২ ইনিংসে ১০০০ রান করেছেন। ১৪ ইনিংসে এই রানের মাইলফলক স্পর্শ করেন ভারতের বিনোদ কাম্বলি।
লঙ্কানদের রানপাহাড় গড়ার পথে কামিন্দু ২৫০ বলে ১৮২ রানের অপরাজিত দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন। খেলেছেন ১৬টি চার ও ৪টি ছক্কার বাউন্ডারি। মাত্র অষ্টম টেস্ট খেলতে নেমে এটি ২৬ বছর বয়সী ব্যাটারের পঞ্চম সেঞ্চুরি। টেস্টে ১৩ ইনিংসে সমান ৫টি করে সেঞ্চুরি আছে ব্র্যাডম্যান, উইকস, সাটক্লিফ ও জর্জ হেডলির। ১৩ ইনিংসে সর্বোচ্চ ৬টি সেঞ্চুরির রেকর্ডটি নেইল হার্ভের দখলে।
এদিন ১৭৮ রান করা অবস্থায় টেস্টে ১০০০ রান পূর্ণ হয় কামিন্দুর। বর্তমানে ১৩ ইনিংসে তার রান ১০০৪। সমান সংখ্যক ইনিংসে রানের ক্ষেত্রে সবার ওপরে অবস্থান ব্র্যাডমানের (১১৯৬)। এ ছাড়া উইকস ১০৭২, সাটক্লিফ ১০৩৭ রান করেছেন।
এএইচএস