বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ যেন বেলারুশে ছড়িয়ে না পড়ে সেই জন্য দেশ দুইটির নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করা উচিত।
বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ যেন বেলারুশে ছড়িয়ে না পড়ে সেই জন্য দেশ দুইটির নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করা উচিত।
রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিনের ঘনিষ্ঠ এই মিত্র এ মন্তব্য করেছেন।
এই সময় অগাস্টের ৬ তারিখ থেকে শুরু হওয়া রাশিয়ায় ইউক্রেনের অনুপ্রবেশের ঘটনারও সমালোচনা করেন লুকাশেঙ্কো। ওইদিন হাজার হাজার ইউক্রেনিয়ান সেনা সদস্য রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় অনুপ্রবেশ করেন।
সাক্ষাৎকারে লুকাশেঙ্কো বলেন, কিছু উচ্চ পদস্থ মার্কিন কর্মকর্তাই কেবল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের সম্প্রসারণ চাইছেন।
তিনি বলেন, পশ্চিমারা কিয়েভকে আরও লড়াই করার জন্য উৎসাহিত করছে, কারণ তারা চায় রাশিয়া ও ইউক্রেইন একে অপরকে ধ্বংস করুক।
বৃহস্পতিবার ইউক্রেনের হামলা ও অনুপ্রবেশের পরিপ্রেক্ষিতে রাশিয়া জানিয়েছে, তারা সীমান্ত প্রতিরক্ষা জোরদার করবে। এর মধ্যেই কুরস্ক অঞ্চলের হাজার হাজার মানুষকে সেখান থেকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। কিয়েভ জানিয়েছে, গত সপ্তাহ থেকে তাদের সেনারা এখন পর্যন্ত সীমান্ত থেকে রাশিয়ার ভেতরে ৩৫ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হতে পেরেছে।
লুকাশেঙ্কো বলেন, কিয়েভ বেলারুশে হামলার পরিকল্পনা করে থাকতে পারে। মিনস্ক ইউক্রেনিয়ান সামরিক বাহিনীকে আগ্রাসনের কোনো সুযোগ দেবে না বলেও সতর্ক করেন তিনি।
এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেনের সামরিক বাহিনী।
যুদ্ধ আরও এগিয়ে নেওয়ার পরিবর্তে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষকেই আলোচনায় বসার আহ্বান জানান লুকাশেঙ্কো।
তিনি বলেন, আসুন আলোচনার টেবিলে বসে এই সংঘাত শেষ করি। ইউক্রেনিয়ান, রাশিয়ান বা বেলারুশিয়ান কেউই এটা চায় না। এটা পশ্চিমারা চায়।
কেএ